পাতা:কবিতা ও গান.djvu/২৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৩৪
ধর্ম্ম-সঙ্গীত।

বাহার—কাওয়ালি।


বিভূ হে,তোমারি আদেশে আজি বসন্ত উদয়!
মলয় ছাড়িয়ে বায়ু মধুর প্রবাহে বয়!
তোমারি আদেশে শশী তারকা মাঝারে বসি
ঢালিছে জোছনারাশি মধুর সুষমাময়!
শোভাতে অসমতুল ফুটিত কুসুমকুল,
বিহঙ্গের গীততানে ধ্বনিত নিকুঞ্জচর।
না জানি তুমি হে তবে,কতই সুন্দর হবে—
দেখিতে ব্যাকুল ওহে!দেখা দেও প্রেমময়!


কানাড়ি ঝিঁঝিট—কাওয়ালি।


ওহে সুন্দর প্রেমময় প্রিয়তম প্রাণসখা!
মানস-নয়নে আজি পেয়েছি তোমার দেখা।
পিয়ে তব প্রেম-সুধা মিটেছে প্রাণের ক্ষুধা,
নিখিল জগৎ আজি সৌন্দর্য্য-অমৃত মাখা!