পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

莱一 下蒸

  • (te শ্রীমন্মের মশান গীতাভিনয় ।

শব্দে অচল সচল হয়, ওমা অচল নন্দিনী ! আপনি মনে কল্লে পলকে প্রলয় কোৰ্বতে পারেন, স্বৰ্গকে মর্তে, মৰ্ত্তকে স্বর্গে লয়ে যেতে পারেন, রসাতলকে মর্তে তুলতে পারেন, আপনিই সব, আপনাতে সব,তুমি আদ্যশক্তি,আপনার শক্তিতেই সকলের শক্তি, ওমা শক্তিরূপিণী ! ত্ৰিজগতে এমন শক্তি | কার আছে যে আপনার শক্তিনাশ করে, মা তুমি সারাৎ সারা, পরাৎ পরা, সাকার, নিরাকার, নিৰ্ব্বিকার, সৰ্ব্বমূলাধার, ত্রিপুরা ত্রিগুণ ধরা ত্ৰৈলোক্য সার, নিস্তারা, তার ভবদার, ওমা জীবন রূপিণী ! তুমি জীব তুমি নিজীব, তুমি জীবন তুমিই মন, ওমা অনন্তরূপিণী ! তুমি অন্তর, তুমি আত্মা তুমি পরমাত্মা, অগ্নি বায়ু বরুন তুমি, সবই তোমাতে প্রসব, ওমা বিশ্ব প্রসবিনী ! আমি সামান্য নর আপনার গুণাবলী কিরূপে কীৰ্ত্তন করব মা ? অনন্ত যে গুণের অস্ত কোরতে পারেন না, আমি নিগুৰ্ণ হোয়ে সে গুণের কি ব্যাখা করবম, ওমা পতিত পাবনী! জন্ম জন্মান্তরে প্রচুর পুণ্য সঞ্চয় কোরেছিলাম, বহুকাল তপস্যা কোরেছিলাম, সেই জন্য তোমাকে ঘরে বসে লাভ কল্লেম, ওমা ভবতারিণী বহু ভাগ্যে ভবহৃদয় ধনে ধনী হোলাম। ওমা ভবভয় ভঞ্জিনী; ভবভয় নাশিনী, ভবহৃদি বিলাসিনী ভবেশ মোহিনী, ভজন পূজন হীনে রেখোমা রাঙ্গা চরণে, ভূলোনা যেন চরণে অকৃতি সন্তানে। ওমা কুল কুণ্ডলিনী, কাল ভয় নিবারিণী, কালাকাল স্বরূপিণী, করাল বদনী, ভজন পুজন হীনে রেখে মা রঙি চরণে, ভুলোনা যেন চরমে অকৃতি সন্তানে। মধুকৈটভ স্বাতিনী, মহিষাসুর মর্দিনী, শুম্ভ নিশুম্ভ মথিনী, শিবানী 米一 癥