পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/১৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>b* করুণা ভবিষ্যৎ অন্ধকার, সম্মুখে মগধের অগ্নিপরীক্ষা, পুত্ৰগণ, শিষ্যগণ, মগধের নাম রাপিও, ক্ষত্ৰধৰ্ম্ম রক্ষা করিও, ইছাই বৃদ্ধের শেষ অনুরোধ। অগ্নিগুপ্ত আত্মবলি দিয়াছে, ভবিষ্ণুতে শত শত অগ্নি গুপ্তের আধষ্ঠ্যক হইবে, তাহার জন্য প্রস্তু ত থাকি ও ৷ 'আত্মবিস্তৃত হই ও না, স্কন্দকে পরিত্যাগ করিও না, মগধে পদার্পণ করি ও না ; চক্ৰধর তোমাদিগের মঙ্গল করিবেন ।” অৰ্দ্ধগু পরে মুরারির সঠিত অশ্বারোহণে গোবিন্দ গুপ্ত শিবির ত্যাগ BBBBB S BBBBBB BB BBB BBBB BBBB KDBBBB BBBBB জিজ্ঞাসা করিলেন, “দেব কি হইয়াছে ?” গোবিন্দ গুপ্ত তাঙ্গাকে নীলমণি খচিত অঙ্গুরায়ুক দেখাষ্টয়া কছিলেন, "দেবধর, গুপ্তবংশের জ্যোৎস্নাধুবল যশোরাশি কলঙ্কের নীলিম প্রভায় আচ্ছন্ন হইয়াছে, যদি মানবের সাধ হয় তাহা হইলে তাঙ্গ দূর করিব, নতুবা সমুদ্র হইতে সমুদ্র পর্যন্ত বিস্তৃত আর্য্যবিত্ত মাগধসেনার রক্তে রঞ্জি ত করিব।” পঞ্চদশ পরিচ্ছেদ ক্রমেদ শ লহ পুরুষপুর নগরে কনিষ্কচৈতোর সীমায় ক্ষীণকায়া স্রোতস্বতী-তীরে বসিয়া জনৈক দীর্ঘকায় ব্রাহ্মণ সন্ধাবন্দনা করিতেছিলেন । তাহার ললাট গভীর চিন্তায় রেখাঙ্কিত, বদনমণ্ডল হে প্রসন্ন। ব্রাহ্মণ মধ্যে মধ্যে সন্ধাবন্দনা বিস্তৃত হইয়া বলিয়া উঠিতেছেন, “ইহাও কি সম্ভব ? চন্দ্রগুপ্তের পুত্র মালব-সৌরাষ্ট্র বিজয়ী কুমারগুপ্ত, সে কি স্বেচ্ছায় স্বদেশ,