পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/২৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミやS。 করুণা হরি। ষষ্টিবৰ্ষ অতিক্রম করিয়াছে বটে, কিন্তু তোমার নীলেন্দীবরতুল্য নয়নযুগোয় কৃপাকটাক্ষপাতে,—অয়ি বকুননে, হৃদয়ের বয়ঃক্রম বিংশবর্ষ অতিক্রম করে নাই । ইন্দ্র। মরণ আর কি, বুড়ার রকম দেখ! বলি, যম তোমায় ভুলিয়া আছে কেন ? হরি দেবি, যে তোমার চরণারবিন্দের সেবক, শমন কি তাহার নিকট মুগ্রসর হইতে পারে ? মদ। তবে পাটলিপুত্র ছাড়িয়া পলাইতেছ কেন ? হরি। ঐ ফুল্লারবিন্দকুল্য অধরে হাস্তের রেখা দেখিতে পাইব না বলিয়া। * ইন্দ্র । রসরাজ, তুমি ত পলাইতেছ, এখন আমরা কি করি বল দেখি ? হরি। সপি, ইন্দ্রে, চল তোমাকে তীর্থপর্যটন করাইয়া আনি । ইন্দ্র । আর তীর্থভ্রমণে কাজ নাই, যে পুণ্য করিয়াছি তাহার ফলভোগ করি। স্কন্দ আসিলে আমি কোথায় যাইব বল দেখি ? হরি। তুমি নিশ্চিন্তমনে কুমারগুপ্তের শ্বখ হইয়া প্রাসাদের অন্তঃপুরে বাস করিবে, আর আমি সুদূর গৌড়ে বুদ্ধ-মঞ্জুশ্ৰী তারা বিস্তৃত হইয়া তোমার মুখচন্দমা ধ্যান করিব । ইন্দ্র। স্কন্দ যদি আমাকে মারিয়া ফেলে ? হরি। সাধ্য কি ? মদ। সেই বুড়া বাচিয়া থাকিতে নহে । ইন্দ্র । যদি গোবিন্দগুপ্ত আসিয়া উপস্থিত হয় ? হরি । কস্তা-জামাতা লইয়। তৎক্ষণাৎ পলায়ন করিবে । তরুণী রূপসী ক্রীতদাসী স্বর্ণপাত্রে হেমাভ মদিরা বিতরণ করিল। উদ্যানস্বামিনী মদনিকার হস্ত হইতে তাম্বুল গ্রহণ করিয়া হরিবল কম্পিতপদে আসন ত্যাগ করিলেন । এইসময়ে আর একজন ক্রীতদাস সেইস্থানে