পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/২৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՀԳ8 করুণা রাজগৃহের পথে যাই, কত দিন যাই নাই । করুণার বিবাহ হইলে ভালুমিত্রের সষ্টিত এই পথে গৌড়নগরে গিয়াছিলাম, আজি কোথায় করুণা ! 'মার কোথায় ভাসুমিত্ৰ—” উত্তর না দিয়া বন্ধুবৰ্ম্মী রাজগৃহ-তোরণের পথাবলম্বন করিলেন। নগরের এক একটি তোরণ একটি প্রধান নগরের নামে পরিচিত ছিল, কেবল পূৰ্ব্বাদি চতুর্দিকের তোরণ দিকের নামেই অভিহিত হইত,—যেমন পশ্চিম তোরণ, , পূৰ্ব্ব তোরণ ইত্যাদি। দক্ষিণ ও রাজগৃহ-তোরণের পথের সন্ধিস্থলে উপস্থিত হইয়া যুবরাজ দেখিলেন যে, বহুবণের বহুমূল্য চীনাংশুক বসনে সুসজ্জিত হইয়া দেবধর রাজতনিৰ্ম্মিত শিবিকায় দক্ষিণ তোরণাভিমুখে চলিয়াছেন। যুবরাজ ও বন্ধুবৰ্ম্মাকে দেখিয় তাহার মুখ লজ্জায়, অরুণ চইয়া উঠিল, তাহা দেখিয়া সুন্দ গুপ্ত হাস্ত সংবরণ করিতে পারিলেন না। বন্ধুবৰ্ম্মা জিজ্ঞাসা করিলেন, “দেবধর, নব বর সাজিয়া প্রভাতে কোথায় যাইতেছ?” বাহকগণ শিবিক ভূমিতে নামাইল, দেবধর অবতরণ করিয়া যুবরাজকে অভিবাদন করিলেন এবং বন্ধুবৰ্ম্মাকে কহিলেন, “ভাই, বিশেষ কার্য্যে একবার দক্ষিণ তোরণে যাইব ।” বন্ধুবৰ্ম্ম হাসিয়া জিজ্ঞাসা করিলেন, “বলি গৃহে ফিরিতেছ, না— দেবী দর্শনে যাইতেছ? পরিচ্ছদ ত অভিসারের ; দিবসে কি দক্ষিণ তোরণে মৃগাক্ষী আকাশবরণ-বসনার দর্শন মিলিবে ?” “না ভাই, ও সকল কথা ভুলিয়া গিয়াছি। রোহিতাশ্বের যুবরাজভট্টারকপাদীয় মহানায়ক মহানোবলাধিকৃত জয়ধবলদেবের দর্শনে যাইতেছি।” দীর্ঘ বিশেষণগুলি উচ্চারণ করিবার বিশেষ কারণ দেখিতেছি না । যুবরাজ ও আমি উভয়েই জয়ধবলকে জানি । ওঃ !—অমিয়ার আকর্ষণে যাইতেছ বুঝি ?” দেবধরের কর্ণমূল জবার বর্ণ ধারণ করিল, যুবরাজ উচ্চহাস্ত করিয়া উঠিলেন। পথে দুই একটি করিয়া নাগরিক ও নাগরিক সমবেত হইতেছিল, তাহারা দূর হইতে হৰ্ণবিজয়ী শতদ্রু-তীরের বিখ্যাত যুদ্ধের বীরদ্বয়কে