পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/২৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চদশ পরিচ্ছেদ Հb (t অরুণা দেবীর অঙ্গুলিতে পরাইয়া দিতেছেন, এই সময়ে কুমার হর্য গুপ্ত দ্রুতবেগে প্রবেশ করিয়া কছিলেন, "দাদা, শাস্ত্ৰ আসুন, কুলগৌরব রক্ষার্থ দেবধর বোধ হয় এতক্ষণ আত্মবলি দিয়াছে।” পঞ্চদশ পরিচ্ছেদ অভিজাত কুলগৌরব যুবরাজ-সঙ্গ ত্যাগ করিয়া দেবধর শিবিকারোহণে রোহিতাশ্ব দুর্গাধিBB BBBBBBBBB DDBBBBB BB BBBBBS BBDgSgggggBBBB জয়ধবল, প্রসিদ্ধ বলবংশীয় মহানায়ক, তিনি সাম্রাজ্যের অষ্ঠতম প্রধান দুর্গ রোহিতাশ্বের অধিপতি, গৌড়ের ও বঙ্গের একজন প্রধান ভূম্যধিকারী। ধনে, মানে, প্রতাপে জয়ধলদেব মহারাজপুত্র গোবিন্দ গুপ্ত অপেক্ষা নুন নতেন । পাটলিপুত্রে দক্ষিণ তোরণের নিকট তাঙ্গর বিশাল অট্টালিকা ছিল, মহানায়ক গ্রীষ্মে রোহিতাশ্বে ও হেমন্তে পাটলিপুত্রে বাস করিতেন । অট্টালিকার সম্মুখে শিবিক উপস্থিত হইলে জয়ধবলের পরিচারকগণ আরোচীর পরিচয় গ্রহণ করিয়া বিস্তীর্ণ সোপানশ্রেণীর উপর বহুমূল্য আস্তরণ বিছাইল। ছত্র আসিল, চামর আসিল, গন্ধবার আসিল,—একজন পরিচারক গন্ধবারি নিক্ষেপ করিতে করিতে অগ্রসর চল । দেবধর শিবকাত্যাগ করিলেন, তাতার মস্তকের উপর রক্তবর্ণ ছত্র ধৃত হইল, দুইজন পরিচারক বাজন করিতে লাগিল। অট্টালিকার দ্বিতীয় তলে বর্মীয়ান মহানায়ক জয়ধবলদেব দেবধরের জন্ত প্রতীক্ষা করিতেছিল, দেবধর কক্ষে প্রবেশ করিবামাত্র বৃদ্ধ অগ্রসর হইয়া তাঙ্গাকে আলিঙ্গন করিলেন । দেবধর