পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায়। SYY श्शब পর মহারাজা, নবাবকে গঙ্গাতীরস্থ এক জঙ্গলে লইয়া যান। গঙ্গাগ্রীরে উপনীত হইয়াই, তাহারা উভয়েই সবিস্ময়ে দেখিলেন, সেই জঙ্গল মধ্যে এক নির্জন মৃৎ-কুটীরে, জনৈক সন্ন্যাসী---এক কালীমূৰ্ত্তির পূজা করিতেছেন। কৃষ্ণচন্দ্র, দেবীমূর্তিকে সাষ্টাঙ্গে প্রণাম করিয়া, ব্রাহ্মণকে নমস্কার করিলেন । বাক্ষণের সহিত কথোপকথনে তিনি জানিতে পারিলেন—এই স্থানেই বুদৰ্শন-ছিন্ন, সতীদেহের একাংশ পতিত হইয়া,তাহ পবিত্র পীঠ-স্থানে পরিণত হইয়াছে, আর এই কালী হইতেই, এই স্তানের নাম “কালীঘাট’ হইয়াছে। কি প্রকারে,দেবীর নিত্য-পূজার ব্যয় নিৰ্ব্বাহ হয়—-এ সম্বন্ধে অনুসন্ধান করায়, ব্ৰহ্মচারী বলিলেন—“যদিও এ স্থান জঙ্গলাবৃত-তত্ৰাপি দেবীর উপাসনার জন্য কোন জিনিসের অভাব হয় না।” মহারাজা কৃষ্ণচন্দ্র, ব্রাহ্মণের সহিত কথোপকথনে বুঝিলেন—ব্রাহ্মণ অতি নিলোভী ! জগদম্বার উপর তিনি অত্যন্ত বিশ্বাসী, এবং মায়ের সেবার জন্ত, কাহারও সাহায্যপ্রার্থী নহেন।” মহারাজার ন্যায়, নবাবও—ব্রাহ্মণের এই প্রকার একনিষ্ঠ, নির্ভীকতা ও দেবদেবীর প্রতি একান্ত বিশ্বাস দেথিয়া, বড়ই সন্তুষ্ট হইলেন। রাজার অনুরোধে, নবাব আলিবন্দী খা, উক্ত প্রদেশ কালীর সেবার জন্য প্রদান করিলেন । জগদম্বার সেবাকার্য্যের উপলক্ষ্য স্বরূপ হওয়ায়, তিনিও মহারাজের উপর কৃপা করেন। কারণ মুর্শদাবাদে ফিরিয়া গিয়া, নবাব রাজা কৃষ্ণচন্দ্রকে বাকী-খাজনার সমস্ত টাকাই ছাড়িয়া দেন। আর একটা কিম্বদন্তী হইতে জানা যায়, যে—দশনামী শৈব-সন্ন্যাসী সম্প্রদায়-ভুক্ত, জঙ্গল-গিরি নামক এক সন্ন্যাসী-শিষ্যসহ গঙ্গাসাগরে যাইতে ছিলেন। তিনি আদি-গঙ্গা-তীরে, কালীর প্রস্তর-খোদিত, মুখমণ্ডল প্রাপ্ত হইয়া, উক্তস্থানে কুটার বাধিয়া পূজা-প্ৰবৰ্ত্তন করেন। কিয়ংকাল এই স্থানে অবস্থানের পর, তিনি এক প্রিয় শিয্যের হস্তে, সেই সেবার ভার দিয়া, গঙ্গাসাগরে চলিয়া যান। কিম্বদন্তী ব্যতীত—কোন দেবদেবী মূৰ্ত্তিরই আবিষ্কার দেখা যায় না। চৌরঙ্গী-সন্ন্যাসী কর্তৃক—কালীমূঞ্জি আবিষ্কারের মূলে, কাজেই একটা অদ্ভুত কিম্বদন্তী বিজড়িত। সেই আখ্যানটা on one of these river trips, the Nawab's party, on shore, on the Northern side of Calcutta, where there were settlements, and leading the Nawab on towards the South, where, in the distant thickets and woods, the roar of the tiger was heard and wild elephants were seen, pointing to him the nature of his Zamindary and the obvious reasons of his having been a defaulter. (Kalighat and Calcutta by Mr. G. P. Basyck, Calcutta Review).