পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/২৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૦ 8 কলিকতা সেকালের ও একালের আমরা হরহরাপুরে (হরিহরপুর ) উপস্থিত হইলাম। সে স্থানে আমাদের কোন আশ্রয়স্থান ছিল না, কাজেই আমরা আমাদের দলের মধ্যে যে বিভাগ ছিল, তাহার বাটিতেই সে রাত্রে রহিলাম । আমাদের আগমন-বাৰ্ত্তা নগরের শাসনকৰ্ত্তাকে জানাইয়া, ফারমান ও ছাড়পত্রখানি র্তাহাকে দেখাইলাম। শাসনকৰ্ত্ত সেই ফরমানখানিকে মোগল সম্রাটের হুকুমনাম ভাবিয়া, দুই তিনবার সম্মানের সহিত মস্তকে স্পর্শ করিলেন । তৎপরে প্রসন্নভাল আমাদিগকে বলিলেন, “যখন বাদসাঙ্গী ফরমান আপনাদের সঙ্গে, তখন আমি আপনাদের যথাসাধ্য সাহায্য করিব।” আমরা সেই শাসনকৰ্ত্তাকে কিছু নজর উপহার দিলাম । ( ১২ই তারিখ । ) মিঃ কলি ও অন্যান্ত যে সব সহযাত্রীকে, আমরা পশ্চাতে ছাড়িয়া আসিয়াছিলাম, তাহদের সকলেই এই স্থানে আসিয়া পৌছিলেন । আমরা জিনিষপত্র রাথিবীর জন্য একটা বাড়ী ভাড়া লইলাম। ইহাই আমাদের অস্থায়ী আশ্রয়স্থান হইল । হরিহরপুর সম্বরট ছোট হইলেও বেশ জণকালো। অনেক লোকজন এখানে বাস করে । নগরট দীর্ঘ ও প্রস্থে ছয় সাত মাইল । এখানে অনেক ব্যবসায়ী আছেন । বাজারে নানাবিধ মালপত্রও যথেষ্ট । এই নগর তত্ত্ববায় প্রধান স্থান । সহরে তিনহাজার তাতি বাস করে । কাপড়-চোপড় এখানে । ষথেষ্ট পাওয়া যায় । ( ১৪ই মে । ) অদ্য আমাদের দলের কয়েকজন সহর পরিভ্রমণে গিয়া বাদসাহের প্রতিনিধি প্রদত্ত ফারমানের বলে বসৰাসের জন্য এক ভূমিখও নিৰ্দ্ধারিত করিয়া আসিলেন । ( ১৫ই মে । ) আদ্য আমরা জন মজুর সংগ্ৰহ করিয়া, আমাদের দখলীভূত জমীটুকু মাপ করিলাম এবং ইহার উপর নূতন কুঠার ভিত্তিস্থাপন করিলাম। যাহাতে গৃহনিৰ্ম্মাণকার্য্য শীঘ্র হইয়া যায়, তাহারও বন্দোবস্ত করা হইল। কিন্তু আমাদের দুর্ভাগ্যক্রমে এই সময়ে এত বৃষ্টি হইল, ও আমাদের মিস্ত্রির যতখানি গাথিয়া তুলিয়াছিল, তাহ। এমনভাবে ধুইয়া গেল, যেন ইতিপূৰ্ব্বে তথায় কোন কিছুই করা হয় নাই। : ( ১৬ ই জুন। ) আমাদের অগ্রণী মিঃ কাটরাইটু উন্থার দুইজন সঙ্গীন লইয়া বালেশ্বর (ক্ৰটন লিথিয়াছেন Balazary) যাত্রা করিলেন । { উপহার মনের ইচ্ছ, বালেশ্বর হইতে তিনি খাস বঙ্গদেশে প্রবেশ করিবেন। { ক্ৰটন ষে ভাবে নামগুলির বানান করিয়াছেন আমরা সেইরূপই রাখিলাম ।