পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/২৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

RJDSు কলিকাতা সেকালের ও একালের ইংলিস-কোম্পানীর এজেন্ট বলিয়া পরিচয় দিয়া স্থানীয় শানসকৰ্ত্তার নিম্ন হইতে বাণিজ্যস্বত্ব ও বাণিজ্যাগার নিৰ্ম্মাণের ক্ষমতাও পাইল । হেজেস এই সব অদ্ভুত ব্যাপার দেখিয়া বুঝিলেন, পিটকে ধ্বংস কয় বা কয়েদ করা বড় সহজ ব্যাপার নহে। কাজেই তিনি ঢাকার শাসনকৰ্ত্তন সকল কথা খুলিয়া লিখিয়া, পত্র-ব্যবহার আরম্ভ করিলেন। তখন হুগলীrs বালচন্দ্র বলিয়া বাদসাহের একজন পরমিটকৰ্ম্মচারী ছিলেন। মোগল শাসন, কৰ্ত্ত এই বালচন্দ্র এবং হুগলীর শাসনকৰ্ত্তার উপর,ঢাকা হইতে হুকুম পাঠাই, লেন – “পিট ও তাহার সহযোগী ডরেলকে কয়েদ করিবে ।”কিন্তু পিট হুগলী মোগল-শাসনকৰ্ত্তাকে বুঝাইলেন,—“সম্রাটের যাহা প্রাপা, তাহ! আমি যখন দিতে প্রস্তুত, তখন আমার সঙ্গে এ সব হাঙ্গণম কেন ?” ফৌজদার দেখিল, এ ব্যাপারে সরকারের লাভ হইতেছে। পিটই হউক, আর যেই হউক, সরু কারের আয় বৃদ্ধি হইলেই তাহার খোসনাম। এই ভাবিয়া স্থানীয় ফৌজদার, পিটের অনুকূলে মোগল শাসনকৰ্ত্তার নিকট রিপোট করিলেন। হেজেস এত চেষ্টা করিয়াও পিটকে উচ্ছেদ করিতে পারিলেন না। পূর্ণ এক বৎসরকাল এই ভাবেই চলিল। ক্রমাগতঃ নবাব সায়েস্তা-ধার সহিত এই সম্বন্ধে লেখাপড় করায়, নবাব হুগলীর শাসনকৰ্ত্তার উপর পুনরায় হুকুম দিলেন—‘এই নূতন কোম্পানীকে উচ্ছেদ করিয়া দাও।” নূতন দল, পূর্ব কথিত বালচন্দ্রকে হাত করিয়াছিলেন । হুগলীর ফৌজদারও র্তাহীদের পক্ষে । অন্তপক্ষে বালচন্দ্র, নবাব সায়েস্তা থাকে জানাইলেন—“সাবেক কোম্পানী অপেক্ষ ষ্ট চার বড় ভাল লোক। সাবেক কোম্পানীর উদ্দেশ্য সমস্ত বাণিজ্য একচেটিয়া করা । ইহণদের সেরূপ উদেঙ্গ নহে। তাহার উপর ইহার শতকরা পাচ টাকা হারে শুষ্ক দিতে প্রস্তুত।” বলা বাহুল্য, নবাব সায়েস্তা খর্ণ এই সংবাদ পাইয়াই তাহার পূর্বাদেশ প্রত্যাহার করিলেন ৷ ইণ্টারলোপারদের আর ধ্বংসসাধন হুইল না। “ইন্টারলোপার”দিগকে উচ্ছেদ করিবার জন্য,হেজেস যথেষ্ট চেষ্টা করিয়াওঁ । বিফল মনোরথ হইলেন। কিন্তু এজন্য তঁহাকে দোবী করা যায় না। এই ইন্টারলোপারদের ব্যাপার ছাড়া, তিনি আরও কয়েকটা সাংঘাতিক ব্যাপারে জড়িত হইয় পড়েন। এই সময়ে মোগল-শাসনকৰ্ত্তাগণ, ইংরাজদের উপর বড়ই অত্যাচার আরম্ভ করিয়াছিলেন । তাছাতে হুগলীর বাণিজ্যন্ত্রী ও বাণিজ্যের অতি সঙ্কটময় অবস্থা উপস্থিত হয়। ঘটনাট কি সংক্ষেণে বুঝাইবার চেষ্টা করিব। -