পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/২৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬৪ কলিকাতা সেকালের ও একালের । মসনদ অালিখণ নামক একব্যক্তি হিজলীর প্রতিষ্ঠা করেন। এখনও ག་གག་ আলির মসজেদ, তাহার কীৰ্ত্তি ঘোষণা করিতেছে। মসনদ আলি, ষোড়শ শতাব্দীর প্রথমমাৰ্দ্ধভাগে হিজলীর সর্বময় কর্তা ছিলেন। দীর্ঘকাল রাজন। পর মনসদ আলি শুনিতে পাইলেন—মোগল-সম্রাট তাহার বিরুদ্ধে অলংক সেনা প্রেরণ করিতেছেন। এই কথা শুনিয়া, পুত্রকে মোগলের সহিত সন্ধি করিবার উপদেশ দিয়া, তিনি জীবন্ত অবস্থায় সমাধিমধ্যে প্রবেশ করিয়া জাকলীলার অবসান করেন । র্তাহার পুত্র, আজীবন মোগল বাদসাহের অধীনে সামস্তরাজরূপে হিজলী শাসন করেন। তৎপরে ইহা মোগলের দখলে আসে । সে সময়ে হিজলীতে প্রচুর শস্য উৎপন্ন হইত। লবণও যথেষ্ট উৎপন্ন হইত। লবণের ব্যবসায়, মোগলের একচেটিয়া ছিল—এ প্রদেশের ক্ষারময় মৃত্তিকা ও লোণাঙ্গল হইতে, প্রচুর লবণ প্রস্তুত হইত এবং এই লবণকর মোগলের–বাঙ্গলার এক লাভকর রাজস্ব। এতদ্ব্যতীত ইহা চারিদিকে ক্ষুদ্র ক্ষুদ্র নদীর দ্বারা সুরক্ষিত ছিল বলিয়া, মোগল এ স্থানটকে র্তাহীদের “ঘাটী” বা দুৰ্গরূপে পরিণত করিয়াছিলেন । নিকলসন, চার্ণকের আদেশমত, সৰ্ব্বাগ্রে হিজলী অভিমূখে যাত্রা করেন। মালেক-কাশেম বলিয়া, একজন মোগল সেনাপতি তখন হিজলীর রক্ষা পথ রোধ করিবার উদ্দেশ্বে, গঙ্গার এপার হইতে ওপার পর্যস্ত, দুইগাছি সুবৃহৎ লোহার শিকল লাগাইয়া দেন। কিন্তু চtণক তরবারি দিয়া সেই লোহার শিকল কাটিয়া ফেলেন ও দক্ষিণাত্যে বাদসহ ঔরঙ্গজেলের নিকট উপস্থিত হন । এই সময়ে বাদস দাক্ষিণাতোর রাজাদের সহিত যুদ্ধে ব্যস্ত ছিলেন। চার্ণককে বাদসার নিকট উপস্থিত করা হইল। চার্ণক জোড়হস্তে বাদসাহের সম্মুখে দাড়াইলেন । এমন সময়ে, একজন রাজকৰ্ম্মচারী আসিয়া বাদসাহকে চুপে চূপে বলিল—“মোগল-সেনার রসদ ফুরাইয়াছে। সকলকে অন্যহারে মরিতে হইবে।” চার্ণক এই কথা শুনিতে পাইয়া, তাহার একজন কৰ্ম্মচারীকে গোপনে বলিয়া দেন, আমাদের আহার্যা—যাহ। কিছু আছে, মোগল-শিবিরে পৌছাইয়া দাও। তখনই ঠাইরি এ আদেশ প্রতিপালিত হইল। বাদস ঔরঙ্গজেব, চার্ণকের এই হৃদয়ের মহত্ত্বে মোহিত হইয়া বললেন—“তুমি যাহা চাহিবে তাহাই তোমাকে দিব"। চাৰ্ণক বলিলেন—“জাহাপন! আগে আমায় অনুমতি দিন-যে আমি আপনার শত্রদের পরাজিত করি ” বাদসাহ অনুমতি দিলে, চার্ণক বাদসাহের শক্রগণকে পরাজিত করিয়া আবার তাহার নিকট উপস্থিত छ। BBBD BBBB BBB BBBD DBBS BBBDSKBB BBB BBB D S LS0S BBBDDSBBBB BBB BBBB BBB BBBBBB DD BBB SSSSSS BBBB 0YS BBB BB BBBB S BBBDDSDBBBB BBBS BBBB TYu BBD SYS উইলিয়ম দুর্গ-প্রতিষ্ঠা করিলেন।" আমরা পরলোকগত, প্রসিদ্ধ ঐতিহাসিক-উইলসন গ্ৰায়ণ পুস্তক হইতে, এই কিম্বদন্তীটি উদ্ধার করিয়া পাঠককে উপহার-গ্রিাম । ( Wilson's Early Annals ) P, 1oz. (f: Ff* -HİPTİs:57 ) !