পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৩১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৮২ কলিকাতা সেকালের ও একালের । জয়ঢালী, ধনস্থান, বারুইপুর, হুলিয়া, ছত্রভোগ, হাতিয়াগড় প্রভৃতি স্বান নামোল্লেথ দেখিতে পাই । এই সকল স্থানগুলি সেই সময়ে সাধারণে পরিচিত না থাকিলে, কবি বিপ্রদাস র্তাহার গ্রন্থমধ্যে ইহার নামোল্লেখ করিতেন না। পঞ্চদশ শতাব্দীতে বিপ্রদাস এই গ্রন্থ রচনা করেন । তিনি যাহা বলিয়া গিয়াছেন— তাতা, এবং সেই সময়েয় লিখিত অন্যান্য কাহিনীও উল্লিখিত জনস্থান সমূহের মধ্যে অনেকগুলির অস্তিত্ব ঘোষণা করিয়াছে । সেই সকল কাহিনী, পটুগীজ ও ইংরাজ-লেখকদিগের পুরাতন কাগজ-পত্র হইতেও আমরা জানিতে পারি, ইহণদের মধ্যে অনেক গ্রামের নাম ও যশ সেকালে বিশেষ ভাবে প্রচারিত ছিল। পাঠকবর্গের অবগতির জন্স আমরা এই সময়ের একখানি ম্যাপ সংগ্ৰহ করিয়া দিলাম।* কবির কিম্বদন্তী ছাড়িয়া, এখন অমর একবার ইতিহাসের দিক হইতে এই সকল স্থানের অবস্থা পৰ্য্যবেক্ষণ করিয়া দেখিব । সমসাময়িক ইউরোপীয়গণ, পূৰ্ব্বোক্ত জনস্থানসমূহের যে সকল বৃত্তাস্ত লিপিবদ্ধ করিয়া রাখিয়া গিয়াছেন—তাহার একটু আলোচনা করা যাউক । ইউরোপীয় জাতিদিগের আগমনের সঙ্গে সঙ্গেই, সুতালুট অঞ্চলের নাম জাহির হইয়াছে। প্রাচীন কলিকাতার পাশ্ববর্তী স্থানসমূহ সাধারণের পরিচিত হইয়াছে। প্রথমতঃ পটুগীজ, পরে ইংরাজ---এই দুই জাতির কার্য্যক্ষেত্ররূপে পরিণত হইয়া, এই সমস্ত স্থানের পরিচয় পুরাতন ইতিহাসের পৃষ্ঠায় লিপিবদ্ধ হইয়াছে। ডি ব্যারোজ ও সিজার ফ্রেডরিক প্রভৃতি—তৎকালীন লেখকগণ, কতকগুলি প্রাচীন স্থান সম্বন্ধে যাহা বলিয়াছেন, তাহার সহিত বঙ্গীয় কবিগণের বর্ণিত কাহিনী অনেক মিলিয়া যায় { পটুগীজের যখন বঙ্গদেশে বাণিজ্যার্থে প্রবেশ করে, সেই সময়ে—পূর্মে চট্টগ্রাম ও পশ্চিমে সপ্তগ্রাম এই দুইটাই প্রধান বাণিজ্য-বন্দর ছিল । ইহাই সেকেলে চাটগা ও সাতগার বন্দর বলিয়া বিখ্যাত। তুলনায় চট্টগ্রাম বন্দর, সপ্তগ্রামের অপেক্ষ শ্রেষ্ঠ বলিয়া বিবেচিত হইত। সকল আয়তনের জাহাজই চট্টগ্রামে নঙ্গর করিতে পারিত। কিন্তু পটুগীজ বোম্বেটিয়াদের

  • বিপ্রদাসের এই বর্ণনা হইতে প্রমাণ হইতেছে, কলিকাতা, চিৎপুর প্রভৃতি প રો গ্রামের নামোল্লেখ পাকিলেও ইহার মধ্যে সুতানুটা ও গোবিন্দপুরের নামোল্লেখ নাং ...ইহা হইতে প্রমাণ কুয়, এই গ্রামগুলি সে সময়ে জঙ্গলাবৃত স্থান ছিল ।
  • Proceedings of the Asiatic Society of Bengal. 1892. p. 189. (A* on Bipradas by Mohamoliopadhay Haraprasad Sastrl.