পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৩৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ অধ্যায়। কলিকাতার প্রতিষ্ঠাতা জব চার্ণক-উtহার সমাধিক্ষেত্র ও স্মৃতি-চিহ্ন—পাটন, বালেশ্বর ও কাশিম বাজারে চাকুরী—পাটনায় অবস্থান কালে—সহমরণোদাতা এক ব্রাহ্মণ-কন্যাকে উদ্ধার—তাহাকে পত্নীরূপে গ্রহণ—ষ্ঠাহীর সস্তান-সন্তুতি, পত্নীর সমাধির উপর মোরগ-বলির জনপ্রবাদ-বাহুবল সহায়তায় আত্মরক্ষার ও মোগল-সম্রাটের নিকট দাবী-দাওয়া আদায়ের সংকল্প—নবাৰেয় সহিত ইংরাজের ও তৎপক্ষে চার্লকের বিবাদ স্বচন—এতজ্জন্ত বিলাত হইতে যুদ্ধজাহাজ প্রেরণ—বহরের অধ্যক্ষ নিকলসনের প্রতি কোম্পানীর আদেশ-চট্টগ্রাম ও ঢাকা আক্রমণ সংকল্প-নিকলসনের সসৈন্যে হুগলীতে আগমন-নবাবের সহিত ইংরাজের সংঘষের প্রারম্ভ--হুগলী রক্ষার জন্য নবাবের সেনা-প্রেয়পূ—হুগলীর ফৌজদারের সহিত চাৰ্লকের বিবাদ--চার্ণকের জয় লাভ-ফৌজদার আবদুল গণির হুগলী তাগি করিয়া পলায়ন—মোগলপক্ষ হইতে সন্ধির প্রস্তাব—চাণকের নুতন চাল হুগলী ত্যাগ—হিজলীর কাও—নবাব ইরাহিম ধার আমল—চার্ণক কর্তৃক কলিকাতার প্রাণ-প্রতিষ্ঠা ও সুতালুটতে বাণিজ্যাগার স্থাপন—সেকালের সুতালুট ও তদধিকৃত স্থানে বর্তমান কলিকাতী—কোম্পানীর কুঠীর জন্য মাটির ঘর নিৰ্ম্মাণের ব্যবস্থা—লালদিঘী—মজুমদারদের কাছারী বাট—শ্যামরায় বিগ্রহ–লালদিঘী নামোৎপত্তির কারণ-চার্ণক কর্তৃক কোম্পানীর সেরেস্তারাখিবার জন্য উক্ত কাছারী বাট গ্রহণ—চিত্রেখরী কালী—চিৎপুর রোড নাম হইবার কারণ–জঙ্গল মধাবী কালীক্ষেত্রের পথই চিৎপুর রোড—সাবর্ণগণের জন্যই কলিকাতার প্রতিপত্তি—শ্যামরায়ের দোল পর্বে হাটবাজার ও মেলাদির অনুষ্ঠান–রাধাবাজার লালবাজার ইত্যাদি নামের কারণ—হাটখোলা বড়বাজার ইত্যাদি নাম সম্বন্ধে কিম্বদন্তী—জঙ্গলগিরি চৌরঙ্গী—তৎকর্তৃক কালীমাতার মুখ-প্রস্তর আবিষ্কার সম্বন্ধে জনপ্রবাদ–চৌরঙ্গী সন্ন্যাসী সম্প্রদায় কর্তৃক স্থাপিত চারিটি শিব লিঙ্গমূৰ্ত্তি—জঙ্গলেশ্বর, চৌরঙ্গীশ্বর, নকুলেশ্বর ও নজরেশ্বর সম্বন্ধে জ্ঞাতব্যকথা—গোবিন্দপুরে ব্রাহ্মণ কায়স্থগণের বাস-মহারাজ নবকৃষ্ণের পূৰ্ব্বপুরুষ রুক্মিণীকান্ত দেব, শ্ৰীহরি ঘোষ ও গোবিন্দরাম মিত্রের পূর্বপুরুষগণের গোবিন্দপুরে বাস—হালদার বংশের কালীঘাট, ভবানীপুর ও গোবিন্দপুরে আবাসস্থান পরিবর্তন-হাটখোল দত্ত্বদিগের আদিপুরুষ গোবিন্দশরণ দত্ত ও ঠাকুর-গোষ্ঠীর আদিপুরুষ পঞ্চানন ঠাকুরের গোবিন্দপুরে বাস-চাণকের সহিত মজুমদারদের আমমোক্তার এন্টনি সাহেবের বিবাদ—এই এন্টনির পৌত্রই কবিওয়াল—আন্টনি সাহেব। জব চাণক সম্বন্ধে নানাকথা । যে সকল প্রতিভাবান, শক্তিমান ইংরাজ, ভারতে ব্রিটীশাধিকার ইপিনের বীজ বপন করিয়াছিলেন, তষ্ঠাrদব মধ্যে জব চর্ণক্রট ----- ।