পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৩৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

·ණ්ඪ কলিকাতা সেকালের ও একালের । এই ভাবে আরও তিন বৎসর কাটিল। ১৬৯৬ খ্ৰীঃ অকো সার চাদ আয়ার (ইনি চাৰ্লকের জামাত ) কলিকাত কুঠার এজেণ্ট পদে নিযুক্ত হন। আয়ারের আমলে—সম্রাট পৌত্র আজিম উশ্বানের নিকট হইতে, সম্রাটের সনন্দ বা নিশান কলিকাতায় উপস্থিত হয়। * ইংরাজের অদৃষ্ট অতি মুপ্ৰসন্ন, যে এই সময়ে বঙ্গদেশে শোভাসিংহের বিদ্রোহ উপস্থিত হইয়াছিল। এই বিদ্রোহের প্রথম সুচনাতেই, ইংরাজের কলিকাতার দুর্গ-নিৰ্ম্মাণের উপযুক্ত সুযোগ লাভ করেন । তখন কলিকাতা-ফ্যাক্টারীর কার্য্য ততটা লাভজনক হয় নাই । ফ্যাক্টারী রক্ষার জন্য যে সৈন্যবলের প্রয়োজন, তাহদের খরচ কোথ হইতে আসে, ইহা একটা ভাবনার বিষয় হইল। এইজন্য ইংরাজের নিকটস্থ কয়েকখানি গ্রাম খাজনা করিয়া লইবার সঙ্কল্প কল্লিলেন । সঙ্গে সঙ্গে দুর্গ নিৰ্ম্মাণ ব্যাপার, অতি ধীরে ধীরে ও সীমান্যরূপে চলিতে লাগিল। পাছে বড় করিয়া, এবং পাকাপোক্তভাবে ইমারত ও প্রাচীরদি নিৰ্ম্মাণ করিলে, স্থানীয় মুসলমান শাসন-কৰ্ত্তাদের মনোযোগ আকৰ্ষিত হয় বা সন্দিগ্ধচিত্ত হইয় তাহারা তাঙ্কাতে বাধাপ্রদান করেন, ইহাই তাহাদের প্রধান আশঙ্ক! দাড়াইল। বিলাতের কৰ্ত্তাদের আদেশ ছিল-- “আত্মরক্ষার জন্য কলিকাতার দুর্গট বাঙ্গতে সৰ্ব্ব বিষয়ে উপযুক্ত হয় সেই ভাবেই তাহ নিৰ্ম্মাণ করিবে । দুর্গট পঞ্চভূজাকারে হইলেই ভাল হয়।” কিন্তু কলিকাতা-কেন্সিল দেখিলেন, পঞ্চভূজাকারে না হইয়া আয়ঙ্গাকারে দুর্গ-নিৰ্ম্মাণই সৰ্ব্বাপেক্ষ সুবিধাকর । বিশেষতঃ এই সময়ে এমন একজন সুদক্ষ লোক মিলিল না, র্যাহার হস্তে এই দুর্গনিৰ্ম্মাণের ভরে দেওয়া যাইতে পারে। বিধাতা ইংরাজদের উপর গ্রসর হইলেন। এই সময়ে এমন একটা ঘটনা ঘটিল—যদ্বারা ইংরাজদের দুর্গনিৰ্ম্মাণ কার্য্যে কোন বাধা ঘটিল না। সে ঘটনাটা শোভাসিংহের বিদ্রোহ। এ সাংঘাতিক বিদ্রোহের একটা ংক্ষিপ্ত বিবরণ দেওয়া নিতাস্ত প্রয়োঙ নীয় If

      • حاح سیستمعات-سیتی جمعجیب سمباحیح
  • NISHAN. literally a sign in the form of a scaled document of fog or other emblem from the local authority of a district or pro" ( Hunter's British India vol II. (H)

+ এই শোভসিংহ কোন কোন লেখক কর্তৃক “কুন্ডাসিতু" বলিয়া উল্লিখিত হইয়ালে কাহ হউক তাঙ্গাতে কিছু আসে যায় ন ।