পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৩৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Nවද ෆ কলিকাতা দেকালের ও একালের । করেন। সাহজাদা করিমউন্সি, স্বভাবতঃই একটু গৰ্ব্বিত । রাঙ্গেচিতদT পদমৰ্য্যাদার লাঘব হইবে বলিয়া, সুফীকে প্রত্যভিবাদন করেন নাই। কিন্তু রাজকুমার ফরক্শিয়ার, নগ্নপদে তাহার নিকট সসন্ত্রমে দণ্ডায়মান হইয় র্তাহাকে অভিবাদন করেন। তৎপরে পিতৃ অভিলাষ ব্যক্ত করেন। ফকির ফরকশিয়ারের বিনয় নম্র ব্যবহারে প্রীত হইয়া, তাহার হস্তধারণ করিয়া বলেন—“আমুন! আসন গ্রহণ করুন, আপনি হিন্দুস্থানের সম্রাট!” তৎপরে তিনি ঈশ্বর সমীপে র্তাহীর মঙ্গলের জন্ত প্রার্থনা করেন । র্তাহার প্রার্থন বিধাতার নিকট মঞ্জুর হইয়াছিল—কারণ এই ফরক্শিয়ারই ভবিষ্যতে দিল্লীর সিংহাসনে অধিরোহণ করেন । অতঃপর ফকির, রাজ প্রাসাদে গমন করিলে, আজিম ওশ্বান যথোচিত নম্রতা প্রকাশ করিয়া তাহাকে স্বীয় মনোভিলাষ পূরণ জন্ত প্রার্থনা করিতে অনুরোধ করেন।* ফকির প্রত্যুত্তরে বলিলেন,—“রাজকুমার! আপনার কাম্যবস্তু ইতিপূৰ্ব্বেই ফরক্শিয়ারকে দেওয়া হইয়াছে। করধত তীর একবার নিক্ষেপ করিলে তাহ আর ফিরাইয়। লওয়া যায় না।” ইহার পর ফকির, সাহজাদা আজিমণ্ডশ্বনকে আশীৰ্ব্বাদ করিয়া স্বস্থানে ফিরিয়া আসেন। আজিম ওশ্বানের বদ্ধমানে অবস্থানকালে, চ’চূড়ার দিনেমার বণিকগণের কর্তৃপক্ষ, তাছার নিকট একজন প্রতিনিধি প্রেরণ করেন । এই দৃত সাহজাদার নিকট আবেদন করিলেন - ইরাজের! তfহাদের দ্রব্যাদির গুৰু, বাৎসরিক তিন হাজার করিয়া দিয়া থাকেন । কিন্তু দিনেমারদিগকে শতকরা সাড়ে তিন টাকা হারে শুল্ক দিতে হয় । অতএব দিনেমারদিগের প্রার্থনা, যেন ইংরাজদের মত তাহীদের শুন্ধের হার নির্দিষ্ট হয়।” অঞ্জিমওশ্বন কৰ্ম্মক্ষম হুইলেও, সকল কাকেই তিনি দীর্ঘসূত্রী ছিলেন। তাহার উদ্দেশ্য, উৎকোচ, নজরানা প্রভৃতি হক্টতে প্রচুর অর্থ সঞ্চয় করা। তিনি বঙ্গদেশ হইতে যত অর্থ লইয়া গিয়াছিলেন, এরূপ আর কোন শাসনকৰ্ত্তাই পারেন নাই। কাজেই দিনেমারেরা তঁহাদের আবেদনের আর কোন প্রত্যুত্তর পাইলেন না। * ... এদিকে ইংরাজ বণিকগণও নিশ্চেষ্ট ছিলেন না । যাহাতে দিনেমারেরা র্তাহীদের বিরুদ্ধে কোনরূপ চক্রাস্ত না করিতে পারে, তজ্জন্ত র্তাহারা মিঃ ওয়ালশকে বৰ্দ্ধমানে পঠাইয় দেন। - ওয়াল্শ একজন উপযুক্ত কৰ্ম্মচারী। ওয়ালশকে বদ্ধমান প্রেরণের দুইটা উদেশ্ব ছিল। প্রথমটা এই তিনি 4. Stewart's Bengal. (P. 349). fanta-o-Atolfo >#* পৃঃ ।