পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৪০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○○や কলিকাতা সেকালের ও একালের । এই আদেশ প্রচারিত হইবামাত্রই একটা মহা হুলুস্কুল পড়িয়া গেল। ब्रान् খ। তখন মান্দ্রাজ বিভাগের শাসনকৰ্ত্তা। তিনি ১৭০২ খ্ৰীষ্টাব্দের ফেব্রুয়ারি হইতে মে মাস পর্য্যন্ত, মাদ্রাজ অবরোধ করিয়া রহিলেন। উক্ত বৎসর, বঙ্গদেশের পাটনা, রাজমহল ও কাশিমবাজারের কুঠীগুলি আটক করা হইল। সমস্ত ইউরোপীয়ান ফ্যাক্টরি গুলির অবস্থা অতি বিপন্ন হই পড়িল। নূতন কোম্পানী অর্থাৎ লিটলটনের দলের মহা বিপত্তি উপস্থিত হইল। বেয়ার্ড বহুদিন এদেশে আছেন—তিনি সকলদিকে আট-ঘাট বধিয়া কাজ করিতেছিলেন। লিটলটন, এ দেশের কিছুই জানিতেন না, কাজেই তিনিই অধিকতর বিপদগ্ৰস্ত হইলেন। এই ব্যাপারে নূতন ইংরাজকোম্পানীর ৬২ হাজার টাকা ক্ষতি হওয়ায় তীয়দের ব্যবসা-বাণিজ্য একবারে বন্ধ হইবার উপক্রম হইল । o এই সময়ে বঙ্গদেশের মধ্যে দুই জন ব্যক্তি প্রভুত্ব ও কর্তৃত্ব লইয়া বিরাজ করিতেছিলেন । একদিকে বঙ্গের সুবাদার সুলতান আজিমউশ্বান, অন্যদিকে নবাব মুরশীদকুলি খী । G ধরিতে গেলে, মুরশীদকুলি_খ হইতেই বাঙ্গালার নবাবী-আমলের প্রারম্ভ। তাহার স্থায় দোদণ্ড-প্রতীপ নবাব বাঙ্গলায় আর কেহ হন নাই। তিনি প্রতি পদে, ইংরাজ-বণিকদের সহিত প্রতিযোগিতা করিয়া গিয়াছেন। ইংরাজ-বাণিজ্য উচ্ছেদের জন্ত, প্রথমে তিনি নানা প্রকারে চেষ্টা করিয়া পরে বিফল মনোরথ হয়েন। এত বড় জবরদস্ত নবাব মুরশীদকুলী খার একটু বিস্তৃত বিবরণ দেওয়া প্রয়োজন । নবাব জাফর মুরশীদকুলি খী-দক্ষিণাত্যবাসী এক গরীব ব্রাহ্মণের সন্তান। বাল্যকালে ইহার পিতার অবস্থা অতি শোচনীয় ছিল इलाकनবাসী, হাজি সকী নামক একজন বণিক, ইহাকে ক্রীতদাসরূপে ত্রয় কলি স্বদেশে লইয়া যান। সেখানে এই ক্রীতদাস, মহম্মদ হাজী নামে পরি-; চিত ছিল। বালকটকে যথেষ্ট বুদ্ধিমান দেখিয়া তাহার প্রভু তাহাকে নীচ কাৰ্য্যে নিযুক্ত না করিয়া, পুত্রের মত লালনপালন করেন। তৎকালোচিত শিক্ষালাভও তাহার যথেষ্ট হইয়াছিল। found, take them carefully on your possessions, sending an inventory thereof to us. And it is likewise further ordered that you confine their persons, but not to close imprisonment.—Wheeler's Madras in " Olden Time. p. 213. Wilson. 160.