পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৪০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত৭ e. কলিকাতা সেকালের ও একালের । করিলেন। তাহাকে বুঝাইলেন—“ওয়াহেদের ব্যাপারে তিনি সম্পূর্ণ নিপিন্ধ এবং তিনি নবাবের একান্ত বন্ধু ও হিতচিকীযু ” ওয়াহেদ তাছাকে পথিমধ্যে এরূপভাবে অপমান করার জন্য শাস্তিভোগ করিবে ইত্যাদি স্তোকবাক্যে র্তাহাকে শাস্ত করিয়া বিদায় করিলেন। কিন্তু মুরশীদকুলি খ ছাড়িবার পাত্র নহেন। তিনি নিজধামে প্রত্যাগমন করিয়া, “সওয়ানে-নেগার” নামক কাগজে এই ব্যাপারের বিবরণ লিপিবদ্ধ করিলেন । তৎপরে সওয়ার দ্বারা তাহা দাক্ষিণাত্যে বাদসাহের নিকট প্রেরণ করিলেন। ওয়াহেদ, তাহার এ ধৃষ্টতার জন্য ভবিষ্যতে পদচ্যুত ও দেশ হইতে বিতাড়িত হইল। এই ব্যাপারে মুরশীদকুলী খশ রাজধানী ঢাকায় অবস্থান করা ততট নিরাপদ বলিয়া ভাবিলেন না । তিনি ঠাহীর অধীনস্থ কর্মচারীদের সহিত পরামর্শমতে স্থির করিলেন, মুখস্থদাবাদেই রাজধানী স্থানান্তরিত করা কৰ্ত্তব্য 1* স্ববাদার আজিমওশ্বানের সন্মতির অপেক্ষ না করিয়াই, মুরশীদকুলী খাঁ। তাহার কৰ্ম্মচারীবর্গসহ খালসা দস্তুর বা রাজস্ব-বিভাগ মূখমুদাবাদে উঠাইয়। আনিলেন। কুড়,লিয়া নামক পতিত মৌজায়, মহলসরা (প্রাসাদ) দেওয়ানখান ও অন্যান্ত গৃহাদিনিৰ্ম্মাণ করিয়া নগরের প্রাণ-প্রতিষ্ঠা করিলেন। সম্রাট ঔরঙ্গজেব, তাহার পৌত্রের সহিত, তাহার প্রিয় দেওয়ানের মনোমালিন্তের কথা শুনিয়া, অতিশয় রুষ্ট হইয়া আজিমওশ্বানকে বাঙ্গল হইতে বিহারে অবস্থান করিতে আদেশ দেন। আজিমওশ্বান—ৰ্তাহার পুত্র সাহাজাদা ফরফশেরকে ঢাকায় প্রতিনিধি বা নায়েব-সুবাদার পদে প্রতিষ্ঠিত করিয়া, পরিবার

  • অষ্টাদশ শতাব্দীর পূর্ব হইতে মুখস্থদাবাদ যে একটী ক্ষুদ্র নগর ছিল—তাহার অনেক প্রমাণ পাওয়া যায়। কোন সময় হইতে মুখহসাবাদ বা মুখস্থদাবাদের প্রতিষ্ঠা বা নামকরণ হয়, তাহ স্থির করিয়া বলা যায় না । মুরশীদাবাদ প্রদেশে একটা সাধারণ প্রবাদ এই—যে বাদসাহ হোসেন সাহের সময়ে, মুখসুদন দাস নামে কোন নানক-পন্থী সন্ন্যাসী উপহার পীড়া শাস্তি করিয়া এইস্তান লাখরাজরূপে প্রাপ্ত হন এবং সেই সন্ন্যাসীর নামানুসারে উক্তস্থানের নাম "মূখরদাবাদ" হয়। বিয়াজ-উস-সালাতিনের মতে মুথমৃদ্ধ খণ নামক কোন প্রসিদ্ধ ব্যবসায়ী হইতে ইহার মুখস্থদাবাদ নাম হয়। আবার টিফেনখেলার ১৭৭• থঃ অব্দে লিখিয়াছেন মুরশীদাবাদ নগর আকবর-বাদসাহের সময়ে নিৰ্ম্মিত।

আইন-আকবরীতে মুরশীদাবাদের নাম নাই । আকৃষ্ণ-নামায় বঙ্গের এক সময়ের শাসন-কৰ্ত্ত সয়দ থ'র ভ্রাতা মুখসুদ থার নাম পাওয়া যায় । তিনি বঙ্গ-বিহারের নানাস্থানে রাজকাৰ্য্যে নিযুক্ত ছিলেন। যাহাই হউক না কেন—মুরশীদকুলি থার সময়েই ইহার নাম মুরশীদাবাদে দাড়ায় । ( কালীপ্রসন্ন বাবুর বাঙ্গলার ইতিহাস—৩৮, নিখিলবাবুর মুরগী দাবাদের ইতিহাস পাদটীকা ৩৩৭। ) - o