পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৪০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭২ কলিকাতা সেকালের ও ৫ কালের । এই সময়ে কোম্পানীর বাণিজ্য "রোটেশন” বা পর্যায়ক্রমিক শান্ন ব্যবস্থার অধীন। নূতন ও পুরাতন কোম্পানীর মিশ্রণের সহিত, ইহার কাৰ্য্য-নিৰ্ব্বাহক সভাও নূতন ভাবে সংগঠিত হয়। দুই দলই এক হইয়। মিলিয়া মিশিয়া কাজ করিতে উদ্যত হন । উভয় কোম্পানীর আত্ম-বিবাদের ব্যাপার—তাহাদের উভয়ের পক্ষে অশুভ ফলপ্রদ হইলেও, স্থানীয় মোগল কৰ্ম্মচারিগণ তাহাতে প্রচুর ফললাভ করিলেন । র্তাহারা নানা উপায়ে, নানা আছিলায়, নানা বাবে, নান দাবিতে, কোম্পানীর নিকট হইতে টাকা আদায়ের চেষ্টা করিতে লাগিলেন। টাকা না পাইলেই—বিবাদ, অত্যাচার, ও উৎপীড়ন । এই সমস্ত অত্যাচারের জালায় ইংরাজেরা বড়ই বাতিৰ্যস্ত হইয়া পড়েন ।* এই কয়েক বৎসরের ঘটনাবলী হইতেই প্রমাণ হয়—য়ে মোগল-শাসনকর্তাগণ ইংরাজদিগকে নানা ব্যাপারে ব্যতিব্যস্ত করিয়া তুলিয়াছিলেন। ইংরাজ-বণিকের নৌকা সোরণ বোঝাই হইয়া আসিতেছে —সহসা একজন, নবাৰী পরমিই কৰ্ম্মচারী বা ক্ষুদ্র জমিদার তাছা আটক করিতে আদেশ দিলেন, আবার কোথাও বা কোন স্থানীয় ফৌজদার তাহীদের মালপত্র ও লোক জন আটক করিয়া ফেলিলেন । এসব বিবাদে, ইংরাজগণ অনেক স্থলে এই সব স্থানীয় শাসনকৰ্ত্তাদের উৎকোচ দানেই মীমাংসা করিয়া ফেলিতেন। বাঙ্গালার মোগল শাসনকৰ্ত্তারা স্ব স্ব প্রধান ছিলেন । যিনি যখন সুবিধা পাইতেন--তিনিই ইংরাজ ও অন্যান্য ইউরোপীয় বণিকদের পীড়ন করিয়া কিছু উপরি আদায়ের চেষ্টা করিতেন । বিশেষতঃ এই সময়ে একদিকে অর্থলোলুপ মুলতান আজিমওখান ও অন্যদিকে অসীম ক্ষমতাশালী নবাৰ মুরশীদকুলী খণ। রাজস্ব-সম্বন্ধে স্ববন্দোবস্ত ও তাহ বৃদ্ধি করাই নবাবের প্রধান উদ্যেশ্য।

  • মাগ্রাঞ্জের গভর্ণর পিট সাহেব, এই সময়ে বিলাতের কৰ্ত্তাদের যে পত্র লিখিয়াছিলেন*tạfã g#t**ỉ điề-You will see that they ( Mogul-) have a great mind to quarrel with us again and it is certain, that Moors will never let your trade run on quietly as formerly till they are well-beaten. wifts (sio’so পুনরায় আমাদের সহিত বিবাদে প্রবৃত্ত হইবার জন্ত সমুৎসুক। এই মুসলমান শাসনকর্তা গণের ইচ্ছা নহে, যে আমরা নিৰ্ব্বিবাদে ও বিনা বাধায় এদেশে গণিজ্য কৰিব। পূর্বকার মন্ত্ৰ শক্তি প্রয়োগে ইহাদের চেষ্টা ব্যর্থ করা ভিন্ন জার কোন উপায় নাই। কলিকাতার csftv6 carté wfwifi,vaiao Force and á strong fortification were better than an ambassader. ‘ (Bruce's Annals of the E. I. Company. 11 - 697: Hedges’ Diary 111. 82 §