পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৪১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চদশ অধ্যায় । শুভ হইবে না । পাটনায় যদি ইংরাজ-কোম্পানীর কোন ক্ষতি হয়, তাহা হইলে আমরা হুগলী বা অন্যস্থানে তাহার প্রতিশোধ লইব ।”k ইংরাজগণ এইরূপ ভয়প্রদর্শন করিলে, ব্যাপারটা তখন একটু চাপ পড়িল। আজিমণ্ডশ্বান পিতার সাহায্যকল্পে সবিশেষ ব্যস্ত । কfমবক্স তখনও প্রতিযোগিতা করিতে অগ্রসর। সুলতান পিতার সাহায্যার্থে, বঙ্গদেশ হইতে ৮ কোট টাকা ব্যয়ে, ত্ৰিশহাজার অশ্বারোহী-সেনা সংগ্ৰহ করিয়াছিলেন । এই সেনা-সাহায্য, বাহাদুর-সাহের বিজয়লাভের যথেষ্ট সহয়তা করিল। বাদসাহ, পুত্রের এইরূপ কাৰ্য্য-কুশলতা, দেখিয়া তাহাকে পুনরায় বঙ্গবিহার উড়িষ্যার সুবাদারী দান করিলেন । কিন্তু উপস্থিত মত আজিমওশ্বান পিতার নিকটেই,রহিয়া গেলেন। মুরশীদকুলী খাঁ পূৰ্ববং বাঙ্গলার দেওয়ান চষ্টলেন। অজিমওশ্বানের অনুপস্থিতি কালে—শেরবলন্দ খণর তত্ত্বাবধারণাধীনে, রাজকুমার ফরক্শিয়ার বঙ্গ-বিহার উড়িষ্যার স্ববাদারের কাজ করিতে লাগিলেন। কিন্তু তিনি নাম মাত্র মুবাদার। মুরশীদকুলী খাই প্রকৃতপক্ষে বাঙ্গলার নায়েব-নাজিম ও দেওয়ান হইয়া রাজা-সম্বন্ধীয় সমস্ত কাৰ্য্য পরিচালিত করিতে লাগিলেন। তাঁহারই চেষ্টাতেই সৈয়দ একরাম খী, বঙ্গদেশের নায়েব-নাজিম হন এবং তাহার জামাতা সুজাউদ্দিন উড়িষ্যার নায়েব-দেওয়ানী পদলাভ করেন । 影 মুরশীদকুলী খাঁ, এই সময়ে ইংরাজদিগের সহিত বাণিজ্য-বনোবিস্ত করিবায় জন্য, তাহদের প্রতিনিধি প্রেরণ করিতে আদেশ করিলেন। ইংরাজের এ আহবানের মৰ্ম্ম বুঝিয়া, একটু সন্দিগ্ধ ভাবে কালক্ষয় করিতে লাগিলেন। কামবক্স তখনও স্বাধীন। তখনও সমরক্ষেত্রে তাহার সম্পূর্ণ পরাজয় হয় নাই। নূতন সম্রাট, ভ্রাতার সহিত যুদ্ধ করিবার জন্য দাক্ষিণাত্যে গিয়াছেন । সিংহাসন যে কাহার হয়—তাহার স্থিরতা নাই। এ সময়ে, মুরশীদকুলীর সহিত টাকা দিয়া বন্দোবস্ত করিলে, বিশেষ কোন ফল হইবে কি नी, झेश

  • The Sultah and his son demanded a lac of rupees as a contribution towards raising forces. Mr. Llyod and Cowthorp refused the money, So the Prince had the English Vakil seized and also the other native servants who belonged to the Company. * * A letter was Sent to the Company's Vakil at Patna, telling him, that if the Company's people there * plundered, we will take satisfaction at Hugly or ảnywhere. we find it convenient to do so. ( Consultation No 2o.l. Wilson ).