পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৪৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চদশ অধ্যায় । 8(I হামিলটনের চেষ্টায়, ইংরাজপক্ষ নূতন কতকগুলি স্বত্ব লাভ করিলেন। ইংরাজদের প্রার্থিত বিষয়-সমূহের মধ্যে নিম্নলিখিত স্বত্বগুলিই প্রধান। ( > ) কলিকাতার প্রেসিডেন্ট সাহেব, যে সব মালের জন্ত “দস্তক" বা ছাড়-পত্র সহী করিয়া দিবেন, তাহা বঙ্গীয় শাসন-কেজের কর্তৃপক্ষীয়গণ অগ্রাহ্য করিতে পরিবেন না। এই দস্তকের সহায়তায় কোম্পানীর মালামাল সৰ্ব্বত্রই বিনা ৰাধায় যাইতে পারিবে। (২) মুরশীদাবাদের সরকারী টাকশালে, প্রয়োজন মত, ইংরাজের সপ্তাহে তিন দিনের জন্য র্তাহীদের প্রয়োজনীয় মুদ্রাগুলি প্রস্তুত করাইয়া লইতে পরিবেন। (৩) ইউরোপীয়ই হউক, আর এ দেশীয় লোকই হউক না কেন, যে কেহ ইংরাজকোম্পানীর নিকট দেনদার হইবে, স্থানীয় কৰ্ত্তাদের নিকট আবেদন করিবামাত্র তাহারা তাহদের কলিকাতা-কেন্সিলের কর্তৃপক্ষীয়দের নিকট পাঠাইয়া দিবেন। (৪) ইতিপূর্বে ইংরাজের কলিকাতা, মুতালুট ও গোবিন্দপুরের গ্রামের জমিদারীস্বত্ব যেরূপ ভাবে লাভ করিয়াছিলেন—সেইরূপে কলিকাতার পাশ্ববর্তী অারও ৩৮ খানি গ্রামের খরিদা স্বত্ব পাইবেন । সম্রাট, ইংরাজদিগের প্রার্থিত স্বত্বগুলির মর্শ্ব বিচারার্থে, প্রধান উজীরের উপর ভার দিলেন। উজীরও অন্যান্স প্রধান সভাসদগণ, সেগুলি নানাদিক দিয়া বিচার করিয়া দেখিলেন । সামান্ত প্রার্থনাগুলি পূরণ করিতে, তাহদের কোন আপত্তি ছিল না । কিন্তু যেগুলিতে ইংরাজদের বিশেষ প্রয়োজন, সেগুলি লইয়াই তাহারা গণ্ডগোল উপস্থিত করিলেন । কতকগুলি ব্যাপারের out doubt will perpetuate his memory as well as Great Briton as all other nations in Europe. (Copy of the Inscription in St. John's Churchyard Calcutta ). সম্রাট-দরবারে ফিরিয়া না যাওয়ায়, ও হামিলটনের মৃত্যুসংবাদে অবিশ্বাস করিয়া, সম্রাট ফরকশিয়ার স্তাহার দুইজন কৰ্ম্মচারীকে হামিলটন সত্যসত্যই গতান্ত হইয়াছেন কি না, তাহ অনুসন্ধান করিবার জন্য কলিকাতায় প্রেরণ করেন। কিন্তু তিনি তাহার কর্মচারীদের নিকট হইতে এই সংবাদের যথার্থত। অবগত হইয়। বড়ই দুঃখিত হন। হুইলার সাহেব অনুমান করেন, হামিলটনের গোরের উপর ষে পারসী অংশটুকু আছে, তাহ সম্রাটের প্রেরিত কৰ্ম্মচারিদেরই রচন। উক্ত পারস্যাংশের ইংরাজী অনুবাদ এই—William Hamilton Physician, in the service of the Engiish Company, who had accompanied the English Ambassador to the enlightened presence, and having made his name famous in the four quarters of the earth, by the cure of the Emperor, the Asylum of the World, Mohumud Farruk Siyar the victorious, and with a thousand difficulties having obtained permission from the Court, which is the refuge of the universe to return to his &ountry. By the Divine decree on the 4th December 1717, died in Calcutta and is buried here, ५