পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৪৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

芭8交 কলিকাতা লেকালের ও ঐকালের। কলিকাতা প্রভৃতি গ্রামত্ৰয়ের খাজনা আদায়ের ভার দেওয়া হইল। রালফ, শেল্ডন নামে একব্যক্তি এই পদে নিযুক্ত হইলেন। ইনিই কলিকাতার প্রথম কালেক্টার বা জমীদার।* কালেষ্টার—তাহার অধীনস্থ গ্রামত্রন্থের খাজনা আদায় করিয়া তাহ বাদসাহী খাজনাখানায় পাঠাইয়া দিতেন । ধরিতে গেলে, কোম্পানী এই সময়ে কর-সংগ্রাহক ভিন্ন আর কিছুই ছিলেন না । কোন মহলে কত টাকা খাজনা আদায় হইত, তাহা নিয়োক্ত তালিকা হইতে জানিতে পারা যাইবে } छिङ्ि কলিকাতা • * * ф е в - - - 8やル|ノめé মুতালুট - * * vد/عاد ۰» --- به می - গোবিনপুর (পাইকান পরগণার অংশে) . . ১২৩৫ge কলিকাতা 4 - - * * * --- علا أمه ه لا মোট - - - - - - - - - - - - À SA8tho/? কলিকাতার প্রথম কলেক্টর রালফ, শেল্ডন ১৭•• খ্ৰী; অৰে নিযুক্ত হন। তদবধি আজ পর্য্যস্ত এই দুইশত তের বৎসরকাল ধরিয়া, ধারাবাহিক নিয়মে কলিকাতায়, একজন কলেক্টর নিযুক্ত হইয়। আসিতেছেন । ১৭০৪ হইতে-১৭১• অন্ধ পর্যন্ত এই ছয় বৎসরে আটজন কলেক্টার নিযুক্ত হইয়া ছিলেন। ১৭১• খৃঃ জন্ধে প্রেসিডেন্ট ওয়েণ্টডন কলিকাতায় আসেন। তাহার সময়ে জন ক্যালভার্ট কলিকাতার কলেক্টার নিযুক্ত হন। ভাগীরথী-তীর হইতে ধাপ (Salt Lake) একদিকে ও অন্যদিকে গোবিন্দপুর হইতে সুতালুট পৰ্য্যন্ত যে স্থানগুলি কোম্পানীর দখলে ছিল তাহারা ইহায় প্রজা-বিলি করিতেন । এই জমীর পরিমাণ ৫৪৭৭ বিঘ। আজ যে জাতি সমগ্র ভারত সাম্রাজ্যের অধীশ্বর তাহাদের এই জঙ্গল ও ৰাদাপূর্ব পাচহাজার বিষ ভূমি লইয়া জমীদারী পত্তন করিতে হইয়াছিল। কলেক্টারের প্রথম কাজ—তিনি এই সমগ্র জমী-পরিমাণের মধ্যে, যাহা । প্রজা-বিলি হইয়াছিল, তাহার খাজনা আদায় করিতেন। জমীর খাজনাই ।

* Bruce's Annals, III 172. - * * Hamilton's East Indies 1727. As per Izzat Khan Dewan's Perwana dated 2 Shaban. (British Museum Addittanal Mss quoted by Μπ. Κοχ.) - I