পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৫২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8సిJు কলিকাতা সেকালের ও একালের । দূরারে শিকার করার সখও খুব কম ছিল। সেই সময়ে “নীয়া” বা নবদ্বীপ, যে একটী স্বাস্থ্যকর-স্থান ছিল, তাহার বিশেষ প্রমাণ এই, যে গবর্ণরসাহেব হইতে অষ্ঠাষ্ঠ পদস্থকৰ্ম্মচারীদের অনেকেই নদীয়াতে বায়ু পরিবর্তন করিতে যাইতেন। তখন কলিকাতাতে একজন মাত্র বেতনভোগী পাদরী ছিলেন। পাদরীসাহেব প্রাতে ও সন্ধ্যায় উপাসনার জন্য দুর্গমধ্যে সমাগত হইয়া, কোম্পানীর কৰ্ম্মচারীদের সহিত প্রার্থনাদি করিতেন। প্রতি রবিবারে কোম্পানীর সমস্ত সাহেব কৰ্ম্মচারীরা দলবদ্ধ হইয়া, নিকটবৰ্ত্তী গির্জায় যাইতেন। গবর্ণর সাহেবও পদব্রজে এই দলের অগ্রবর্তী হইতেন । এই গির্জা, কলিকাতার প্রথম গির্জা সেন্ট এন্‌। যখন কোন কারণে এই বেতনভোগী পাদরাসাহেব অনুপস্থিত হইতেন, তখন কৌন্সিলের একজন মেম্বরকে প্লাদরীর হইয়৷ কাজ করিতে হইত। সেই পুরাকালে কোম্পানীর অধিকারের মধ্যে যে কোন ইংরাজ ইহলোক ত্যাগ করিতেন, তাহদের উইল বা শেষ ইচ্ছাপত্র কৌলিলে পেস না হইলে পাকা দলিল বলিয়া মঞ্জুব হইত না । • আমরা যে সময়ের কলিকাতার কথা বলিতেছি, সে সময়ে কলিকাতার স্বাস্থ্য আদৌ ভাল ছিল না । ম্যালেরিয়ার জালায়, তখন কলিকাতার অধিবাসীরা বড়ই জালাতন হইতেন। ১৭০৭ খৃ: অব্দের শরৎকালে, কলিকাতায় প্রথম ইসিপাতাল স্থাপিত হয়। ইহার পূৰ্ব্বে কোন সাধারণ-চিকিৎসালয় ছিল না। ১৭৭৫ খ্ৰীঃ অব্দে একজনের বেশী সাহেব-ডাক্তার কলিকাতার ছিল না । ম্যালেরিয়া-জরে সাহেবদেরই বেশী মৃত্যু হইত। কাপ্তেন হামিলটান সাহেব লিখিয়া গিয়াছেন—“র্যাহার একবার হাসপাতালে প্রবেশ করিতেন, তাহাদিগের মধ্যে অতি অল্পসংখ্যক রোগীই ফিরিয়া আসিত।”* ইহা হইতে প্রমাণ হয়, হাসপাতালের বন্দোবস্ত-তখনও তৎসাময়িক প্রয়োজন মত সৰ্ব্বাঙ্গসুন্দর হয় নাই। ১৭২৬ খ্ৰীঃ অবো, ইংলণ্ডের সম্রাট, প্রথম জর্জের অমলে, রাজকীয় সনন্দাতুলারে কলিকাতার প্রথম আদালত স্থাপিত হয় । মেয়ার-আদালতই ইংরাজদের সর্বপ্রথম বিচারালয়। ইহা "কোর্ট অব রেকর্ড” নামেও

  • The Company has a pretty good hospital at Calcutta where many go in to undergo the greivance of physic, but few came out to give account of its operation. 輯

- (Cap. Alexander Hamilton's Account of Qaloutta).