পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৫৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(No e কলিকাতা সেকালের ও একালের । কুৰু সাহেবের বাট ছিল । ইহার পরেই চালাস বেয়ার্ড সাহেবের আবাস বাট । এই বাটীতে র্তাহার বিধবা-পত্নী বাস করিতেন । এই চালর্স বেয়ার্ডের পিতা জন বেয়ার্ডই রোটেসান-গবর্ণমেণ্টের আমলে কলিকাতা কৌন্সিলের প্রেসিডেন্ট ছিলেন। বেয়ার্ড সাহেবের বাস্তুভিটার উপর পরবর্তীকালে আর একটা বাটা নির্মিত হয়। প্রবাদ এই—এই বাটতে প্রথমে লর্ড ক্লাইভ ও পরে ওয়ারেণ হেষ্টিংসের কৌঙ্গিলের সদস্য স্বনানখ্যাত স্যর ফিলিপ-ফ্রান্সিস সাহেব বাস করিতেন। লর্ড কর্জন এই বাটী প্রস্তর-ফলক চিহ্নিত করিয়া রাথিয়াছেন। ইহাই বৰ্ত্তমান “রয়াল এক চেঞ্জের" অধিকৃত স্থান। - প্রাচীন কলিকাতা-দুর্গের উত্তরাংশে, মিঃ ক্রুটেনডেনের বাটি ছিল। বাড়ীটির কম্পাউণ্ড বা সীমানা বহুদূরব্যাপী ও ইহা ঠিক গঙ্গার ধারেই ছিল। তখন গঙ্গাগৰ্ভ ষ্ট্রাণ্ড-রোড পর্য্যস্ত বিস্তৃত ছিল। এই ক্রুটেনডেন সাহেব— এক সময়ে কোম্পানীর গবর্ণর পদে নিযুক্ত হইয়াছিলেন। বর্তমান ফেয়ালি প্লেসের অধিকাংশ স্থানই এই বাটীর সীমাভুক্ত স্থান । ক্রুটেনডেনের বাটার পশ্চাৎভাগে—মিঃ উইলিয়াম টুক বাস করিতেন । এই টুক সাহেব ব্লাকহোল ব্যাপারের ও সেরাজ কর্তৃক কলিকাতা আক্রমণের একটি বিশদ বৃত্তান্ত লিথিয়া গিয়াছেন। টুকের লিখিত এই কাহিনীট পড়িবার ইচ্ছা হইলে, ইংরাজী অভিজ্ঞ পাঠক মিঃ হিলের সুবৃহৎ গ্রন্থ দেখিতে পারেন। ইতিপূৰ্ব্বে যে বাড়ীতে বার্ড কোম্পানীর আফিস-গৃহ ছিল, সেই বাটীর সান্নিধ্যেই কোম্পানী বাহাদুরের সোরার-গুদাম প্রতিষ্ঠিত ছিল । আজকাল সেই স্থানে এলাহাবাদ ব্যাঙ্ক নিৰ্ম্মিত হইয়াছে। এই স্থানে নদীর দিকে-ইতিহাস প্রসিদ্ধ ওয়াটস্ সাহেবের বাটী ছিল। এই ওয়াটসই কাশিম-বাজারের অভিনয়ে প্রধান অভিনেতা । ইনিই পলাশীযুদ্ধ ব্যাপারের একজন প্রধান হোতা কাশিমবাজার অবরোধের পর সেরাজের হস্তে ইনিই নিগৃহীত ও লাঞ্ছিত হইয়াছিলেন । ইনিই মীরজাফরের নিকট গুপ্তভাবে গিরা তাহাকে কোরাণ স্পর্শ করাইয়। সন্ধিতে আবদ্ধ করিয়াছিলেন। এই ওয়াটস পত্নীই ভবিষ্যতে "বেগমজনুসন" বলিয়। ইতিহাস-প্রসিদ্ধ হন। ইতিপূৰ্ব্বে ক্লাইভ ষ্ট্রীটের যেস্থানে গ্রেহাম কোম্পানীর পুরাতন বাড়ী ছিল—সেই স্থানে মিঃ গ্রিফিথসের আবাস-স্থান। যে উইলস সাহেবের