পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৬০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উনবিংশ অধ্যায় । අළුA মীরজাফরের সহিত সন্ধির স্বত্ববলে—ইংরাজের মারহাট-খাতের সীমামধ্যে ও সীমার বাহিরে ৬-১ গজ পর্যন্ত জমীর দখলীস্বত্ব লাভ করেন। এই সময়ে কলিকাতার দক্ষিণে কুলপী পৰ্য্যস্ত বিস্তৃত ভূভাগগুলি, কোম্পানীর জমীদারিভূক্ত হয় । অন্তান্ত জমীদারদের দ্যায় কোম্পানীও সরকারী-রাজস্ব দিতে যাধ্য থাকেন। এই সরকারী রাজস্বের পরিমাণ দুইলক্ষ বাইশ হাজার নয়শত আটার টাকা। এই জমীদারী চব্বিশটী-পরগণায় বিভক্ত ছিল, কিম্বা ইহার মধ্যে চব্বিশট পরগণা থাকায়—ইহা চব্বিশপরগণা’ নামে অভিহিত হয় এবং আজ পর্য্যন্ত এই নামই চলিয়া আসিতেছে। এই সময়ে নবাব, র্তাহার অধীনস্থ তালুকদারগণের উপর এক পরওয়ান জারি করেন । এই পরওয়ানায় লিখিত থাকে—“এখন হইতে এই সমস্ত জমীদারী কোম্পানী-বাহাদুরের হইল । তাহার তোমাদের দণ্ড-মুণ্ডের মালিক হইলেন। র্তাহার তোমাদের সহিত যেরূপ ব্যবস্থা ও ব্যবহার করিবেন, তাহাই তোমাদের মান্ত করিতে হইবে । ইহাই আমার আদেশ।” * পূৰ্ব্বে বলিয়াছি নবাব মীরজাফরের সহিত ইংরাজের সন্ধির স্বত্বানুসারে, সিরাজ কর্তৃক কলিকাতা আক্রমণের সময়, ইংরাজ ও দেশীয়গণের ষে সমস্ত সম্পত্তি লুষ্ঠিত হইয়াছিল বা অগ্নিদাহে ষাহ কিছু ক্ষতি হইয়াছিল, তাহার সম্পুরণার্থে নবাব এক ক্রোর টাকা ক্ষতিপূরণ স্বরূপ প্রদান করেন। কটন সাহেবের মতে—কলিকাতার ইংরাজ-অধিবাসীরা পঞ্চাশলক্ষ, হিন্দু ও মুসলমানের কুড়িলক্ষ ও আৰ্ম্মিনিয়াগণ সাতলক্ষ টাকা ক্ষতিপূরণ স্বরূপ পান। দেশীয়গণের দাবীর দুইটা ভালিকা আমরা পূৰ্ব্বে উদ্ধৃত করিয়াছি। নবাব কর্তৃক কলিকাতা লুণ্ঠনের এক বৎসরের পরে অর্থাৎ ১৭৫৭ খ: অন্ধের ৬ই জুলাই তারিখে—এক দফায় ৭৬ লক্ষ টাকা মুরশীদাবাদ হইতে কলিকাতায় আসে। এই টাকা ••টা কাঠের সিন্ধুকে আবদ্ধ ছিল ও একশতখানি নৌকাদ মুর্শিদাবাদ হইতে কলিকাতায় টাকা

  • The purwana of the Nabob to the officials and land-holder of the granted lands ends with these quaint words—"Know then ye Zaminders, Chaudharis, Talookdars, Mutsuddis, and Recayas of the Chakla of Hooghly and others situated in Bengal, the Celestial Paradise you are dependants of the Company and you must submit to such treatment as they give you, whether good or bad and this is my express injunction."