পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৬৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিংশ অধ্যায় । ఆవపి বেহালা বড়িশার জমাদার সন্তোষ রায় । সন্তোষ রায় প্রমুখ, মাগুরা পরগণার জমীদারগণ, বোর্ডের নিকট এক আবেদন পত্র পাঠাইয়া জানাইতেছেন—যে তাহারা মাগুরা পরগণার জমীদারি জমা লইয়াছেন । এইজন্য র্তাহাদিগকে অনেক টাকা কঙ্ক করিতে হইয়াছে। এ কর্জ, নবাবী রাজস্বের জন্তই হইয়াছে। এই কঙ্ক জন্য র্তাহীদের নামে উত্তমর্ণের “কাছারী-কোর্টে” অভিযোগ উপস্থিত করিয়াছে। এখন ঘটনাবশে, জমীদারী তাহাদের হস্তচু্যত হইয়াছে। এজন্য যে সমস্ত করারে ইহা অর্জিত হইয়াছিল, তাহ পালন করা সম্পূর্ণ অসম্ভব। এই হেতু তাহারা আমাদের অম্বরোধ করিতেছেন—“আপনার আমাদের পাওনাদারদিগকে টাকা আদায়ের জন্য নবাব-দরবারে অভিযোগ করিতে বলুন ।”* শস্ত্যাদির ছ"ল্যাবস্থ–ও কোম্পানী-বাহাদুরের গরীবের প্রতি দয়া । কলিকাতার শস্যাদি মহার্ঘ্য হওয়ায় গরীব লোকের বড়ই কষ্ট উপস্থিত হইয়াছে। এই কষ্ট দূর করিবার জন্য, অন্যস্থান হইতে প্রচুর পরিমাণে শস্ত ক্রয় প্রয়োজন। এই হেতু বোর্ড প্রস্তাব করিতেছেন—মফঃস্বলের ন'নাস্থান হইতে শস্য খরিদ করিয়া, কলিকাতায় আনা হউক। এজন্য বোর্ড, অর্থব্যয় করিতেও প্রস্তুত। এই শস্য মফঃস্বল হইতে কিনিয়া আনিয়া সুবিধামত দরে, কলিকাতা সহরে বিক্রয় করা হইবে। এজন্য আমরা যে টাকা দিব, বাবু হজুরীমল তাহার এক চতুর্থাংশ টাকা দিতে স্বীকৃত হইয়াছেন ও এই শস্য ক্রয়কাৰ্য্যের ভার গ্রহণ করিতে স্বীকৃত হইয়াছেন। আমরা এই চাউল খরিদ জন্য, বক্সী সাহেবকে ৩৭৫০-২ (কোম্পানীর) টাকা দিতেছি। হজরী বাবুও ১২৫••২ টাকা দিতেছেন। এই অৰ্দ্ধ লক্ষ টাকা বকসী সাহেব হজুরীমল বাবুর হস্তে শস্য ক্রয় জন্য দিবেন। “চাউল প্রভৃতি মহার্ঘ্য হওয়ায় গরীবদের বড় কষ্ট উপস্থিত হইয়াছে" এই মৰ্ম্মে পর লিখিয়া বোর্ড এই সময়ে লক্ষ্মীপুর, ঢাকা, কাশিমবাজার প্রভৃতি স্থানের ইংরাজ-ফ্যাক্টরীতে সাহায্যের জন্য আদেশ প্রদান করেন। Proceedings Dated 6th November 1760.