পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৬৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একবিংশ অধ্যায় । Wర్సి নিৰ্ম্মাণ করিবার জন্য অনুমতি প্রার্থনা করেন। কারণ এই স্থানে পোলটা নিৰ্ম্মিত হইলে, তাহার বাগান-বাটতে যাতায়াতের বিশেষ সুবিধা হইবে।* আজকাল যাহা “হেষ্টিংস-হাউস” বলিয়া পরিচিত, তাহ হেষ্টিংসেরই নিৰ্ম্মিত। তবে তখন ইহার এরূপ অবস্থা ছিল না। বর্তমানে আবার লর্ড কর্জন, ইহার অবস্থা সম্পূর্ণ পরিবর্তন করিয়া দিয়াছেন। হেষ্টিংস-হাউসের বর্তমান বাটীর সান্নিধ্যে, আর একটী দ্বিতল বাট ছিল । হেষ্টিংস প্রথমে সেই বাটতেই বাস করিতেন। পরে তাহা ভাঙ্গিয়া ফেলিয়া, বৰ্ত্তমান সুবৃহৎ বাটিটী নিৰ্ম্মিত হয়। ১৭৮৫ খ্ৰীঃ অব্দে কলিকাতা গেজেটে, নিম্নলিখিত বিজ্ঞাপনট প্রকাশিত হয়—“ওল্ডকোর্ট-হাউস স্ট্রীটে, মেসাস উইলিয়াম ও লি এণ্ড কোম্পানী— আগামী ১০ই মে তারিখে ( ১৭৮৫ ) বঙ্গের গবর্ণর জেনারেল ওয়ারেণ হেষ্টিংস সাহেবের সম্পত্তির কয়েকট অংশ প্রকাশ্য-নিলামে বিক্রয় করিবেন। ইহা তিনটী “লটে” বা অংশে বিভক্ত হইয়াছে। ক্রেতাগণ ইচ্ছা করিলে, উক্ত কোম্পানীর অফিসে এই “লট” বা বিভাজিত অংশগুলির নক্সা দেখিতে পাইবেন ।” লট নং ১—“প্যাডক-গেটের সম্মুখের দিকে একটা বাড়ী। এই বাড়ীতে একটা হল আছে। হলের চারিদিকে বারান্দা । এই বাটীর সারিখো দুইটী ছোট ছোট “বাঙ্গলো” আছে। জমীর পরিমাণ ৬৩ বিঘা। ইহার কতকাংশ তৃণাচ্ছাদিত জমী। বাকী অংশ নানাবিধ ফলন্ত বৃক্ষ-পরিপূর্ণ উদ্যান। বাগানের বৃক্ষগুলির অধিকাংশই ফলের গাছ। বাগানের সীমার মধ্যে একটা বৃহৎ পুষ্করিণীও আছে।” - লট নং ২—একটী দ্বিতল বাটী। প্রত্যেক তলেই একটা করিয়া সুবৃহৎ হল-কামরা। হল-কামরার পার্শ্বে দুইটী বড় বড় ঘর। প্রস্তর নিৰ্ম্মিত সিড়ি। মান্দ্রাজী-চুণে দেয়ালগুলি চূণকাম করা। নীচের হল । কামরার পার্থে, চারিটা শয়ন-গৃহ। শয়নগৃহের পাশ্বেই স্নানাগার।

  • তখন টালিসনাল বা আদিগঙ্গা এত সংকীর্ণকায়া ছিল না। ইহার উপরে সেই সময়ে ৰে পোল নিৰ্ম্মিত হয়, তাহ এখন নাই। কালীঘাটের গঙ্গা, আদিগঙ্গা বলিয়া পরিচিত। বর্তমান পুল আধুনিক। হেষ্টিংসের নিৰ্ম্মিত, “ঝোলা-পুল" আমর বাল্যকালে দেখিয়াছি । সেই পুল এক দিন সহসা ভাঙ্গিয়া পড়ায়, বর্তমান পুল তৈয়ারি করা হয়। অনেকে মনে করেন, হেষ্টিংসের নিৰ্ম্মিত পুলই বর্তমান জিরাট-ব্ৰিজ-যাহ বেলভেডিয়ার যাইবার পথের উপর গতি । কিন্তু জিরাট ব্রিজ, ইহার অনেক পরে নিৰ্ম্মিত হইয়াছিল।