পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৭৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাবিংশ অধ্যায় । ৭০৫ পোলটী নহে—ইহার পূৰ্ব্বে আর একটা ঝোল পুল ছিল । জিরাটের নিকট যে পুলটা আছে, সেইস্থানে ইতিপূৰ্ব্বে আর একটি পুরাতন পুল ছিল । সম্ভবতঃ সেইটাই ভাঙ্গিয়া গিয়াছিল। বাঙ্গলা গ্রামার ও ডিক্সনারী । ২৩এ এপ্রিল ( ১৭৮৯ ) খ্ৰীঃ অব্দের পুরাতন কলিকাতা গেজেটে নিম্নলিখিত বিজ্ঞাপনটি প্রকাশ হয় । We hnmbly beseech any gentleman will be so good to us as to take the trouble of making a Bengali Grammer and Dictionary in which we hope to find all the common Bengal Country words made into English. By the means, we shall be enabled to recommend ourselves to the English Goverment and understand their orders, this favor will be remembered by us and our posterity for ever. ইংরাজী-অভিজ্ঞ পাঠক, এই বিজ্ঞাপনটির প্রকৃত মৰ্ম্ম অনুধাবন করুন। সেকালে অর্থাৎ ১২৫ বৎসর পূৰ্ব্বে-বাঙ্গালীরা একখানি ইংরাজি অভিধান ও গ্রামারের জন্য কতই ন লালায়িত ভাবে ইংরাঞ্জের নিকট প্রঃর্থনা করিয়াছিলেন। সে সময়ে খুব কম বাঙ্গালীই ভালরূপে ইংরাজি বুঝিতে পারিতেন। সাহেব ও বাঙ্গালীর মধ্যে কথাবাৰ্ত্ত অধিকাংশ স্থলে হিনী ও পারসীতে হইত। উক্ত আবেদনের ফলে, ডাক্তার মেকিনান নামক একজন সাহেব, একখানি বাঙ্গলা ও পারসী-গ্রামারের বিজ্ঞাপন দেন । ১৭৯৯ সালের ২৩এ সেপ্টেম্বরের গেজেটে এই বিজ্ঞাপনট বাহির হয় । এই ব্যাকরণখনি, ইংরাজি, পারসী ও বাঙ্গালা অক্ষরে মুদ্রিত হইয়াছিল । ইহা একাধারে ব্যাকরণ, শব্দকোষ, ইংরাজি ভাষা শিক্ষার একমাত্র গ্রন্থ হইরাছিল । সেই সময়ে কোম্পানী বাহাদুর কলিকাতায় একটা ছাপাখানা স্থাপন করেন । Stēt The Hon’ble East India Company’s Press foral offs 5 ছিল । উক্ত গ্ৰন্থখানি কোম্পানীর মুদ্রণযন্ত্রেই ছাপা হয় । কলিকাতায় প্রথম নেটিভ হাসপাতাল । ১৭৯২ খ্ৰীঃ অব্দে কলিকাতার প্রথম নেটিভ হাসপাতাল স্থাপিত হয় । tyS