পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুৰ্ব্বিংশ অধ্যায়। breసె এক উচ্চপদে অধিষ্ঠিত । তাহার অপর পুত্র মিঃ আর, সি, ব্যানার্জি একজন উদীয়মান বারিষ্টার । বৈষ্ণবচরণ শেঠের স্ট্রীট । বৈষ্ণবচরণ শেঠ—জনাৰ্দ্দন শেঠের পুত্র। এই নামজাদ জনাৰ্দ্দন শেঠ, ইংরাজের প্রথম আমলে, ইষ্ট-ইণ্ডিয়া-কোম্পানীর ব্রোকার বা দালাল ছিলেন। জনাৰ্দ্দন শেঠ, কোম্পানীর এই দালালী করিয়া, অনেক টাকা উপায় করেন । ইহঁার বংশধর বৈষ্ণবচরণ, ব্যবসায় দ্বারা যথেষ্ট অর্থ সঞ্চয় করেন। তিনি অতিশয় ধাৰ্ম্মিক ছিলেন। তাহার প্রেরিত গঙ্গাজল ভিন্ন, ত্রৈলঙ্গদেশীয় রামরাজার পূজা উপলক্ষে অন্ত গঙ্গাজল ব্যবহার হইত না । এই শেঠ-গোষ্ঠী মৌদগল্য-বংশীয়। ইহাদের আদি-পুরুষ মুকুন্দরাম, ষোড়শ শতাব্দীর প্রথম ভাগে সপ্তগ্রাম হইতে বাস উঠাইয়া সৰ্ব্বপ্রথমে গোবিন্দপুরে আসিয়া বাস করেন। গোবিন্দপুর তথন গভীর জঙ্গলে পরিপূর্ণ। এজন্ত শেঠের কলিকাতার “জঙ্গলকাটা-বাসিনা” বলিয়া উল্লিখিত । এই শেঠদিগের কুলদেবতা গোবিন্দঞ্জীউ । এই গোবিন্দজীউ, এখন টাকশালের নিকট, এক দেবালয়ে প্রতিষ্টিত আছেন। এই সুন্দর দেবমূৰ্ত্তি তিনশত বৎসরের পুরাতন । বনমালী সরকারের ষ্ট্রীট। প্রাচীন কলিকাতায় দুইট দুই রকমের প্রবাদ প্রচলিত ছিল। মিঃ এ, কে, র্যর, তাহার সেন্সস-রিপোটে এই দুইটাই উদ্ধত করিয়াছেন। প্রবাদবাক্যগুলি এই— নন্দরামের ছড়ি । গোবিন্দরামের ছড়ি । উমিচাদের দাড়ি । উমিটাদের দাড়ি । হুজুরীমলের কড়ি । নকুধরের কড়ি। বনমালী সরকারের বাড়ী মখুর সেনের বাড়ী। নন্দরাম ও গোবিন্দরাম উভয়েই কোম্পানীর আমলে ব্ল্যাক-জুমদারের কাজ করিতেন। উভয়েরই নিবাস এক পল্লীতে অর্থাৎ কুমারটুলী অঞ্চলে । ব্ল্যাক জমীদারেরা, সেকালের কলিকাতার “ছোট-হাকিম" ছিলেন। উমিচাদ তাহার “দীর্ঘ-দাড়ির” জন্য প্রাচীন কলিকাতায় বিখ্যাত ছিলেন। বনমালী সরকার ও মধুর সেন তাহদের প্রাসাদতুল্য অট্টালিকার জন্য বিখ্যাত। নতু । বরের পুরা নাম—লক্ষ্মীকান্ত ধর। ইনি লর্ড ক্লাইভের নিকট চাকী করিতেম্ব। هة ه اند