পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

伊>8 কলিকাতা সেকালের ও একালের । মহাভারতের অনুবাদ করিয়া, সিংহ মহোদয় অক্ষয় কাঞ্জি রাহ্ম গিয়াছেন। নীলদর্পণের ইংরাজী অনুবাদ করিয়া লংসাহেবের যখন জেল ও জরিমানা হয়, তখন কালীপ্রসন্ন সিংহ মহোদই তাহার জরিমানার টাকা প্রদান করেন। বারাণসী ঘোষ, দেওয়ান শাস্তিরাম সিংহের জামাতা। দেওয়ান শান্তিরীম সিংহ—কাল প্রসন্ন সিংহের পূর্ব পুরুষ। বারাণসী ঘোষ—কলিকাতার তদানীন্তন কলেক্টর, আইন-আকবরির অনুবাদক—গ্লাডউইন সাহেবের অধীনে দেওয়ানী করিতেন। র্তাহার খুল্লতাত-পুত্র বলরাম ঘোষ, ফরাসী গবর্ণর, স্বনামপ্রসিদ্ধ ডুপ্লের অধীনে চন্দননগরের ফরাসী গবর্ণমেন্টের দেওয়ান ছিলেন। এই বারাণসী ঘোষের নাম হইতেই বর্তমান পথাটির নামকরণ হইয়াছে। বলরাম ঘোষের পুত্রের নাম—শ্ৰীহরি ঘোষ। হরি ঘোষের ষ্ট্রীট। ফ্রেঞ্চ-গবর্ণর ডুপ্লের দেওয়ান—বলরাম ঘোষের দ্বিতীয় পুত্র ঐহরি বোম্ব। এই হরি ঘোষ পরে, মুঙ্গেরে ইষ্ট-ইণ্ডিয়া-কোম্পানীর দেওয়ানপদে নিযুক্ত হন। হরি ঘোষ কোম্পানীর অধীনে দেওয়ানী করিয়া অনেক টাকা উপায় করিয়াছিলেন। র্তাহার প্রচুর সম্পত্তির অধিকাংশ তিনি দণনধ্যানে ব্যয় করিয়া গিয়াছেন। অনেক বেকার কৰ্ম্মলন যোত্রহীন জ্ঞাতি-গোত্র ও আত্মীয়বর্গ, তাহার কলিকাতার আবাস-বাটতে আশ্রয় লইয়া, তাহা কোলাহল-সস্কুল করিয়া তুলিত। আনতে এবং রবাহুতগণেরও নিত্য অন্নপ্রাপ্তির বিঘ্ন ঘটিত না। এই জন্যই আজও কোন বাটীতে, বেশী লোক থাকিলে লোকে বলে—“এটা যেন হরি-ঘোষের আড্ডা।” হরি ঘোষ অতি সরল প্রকৃতির লোক ছিলেন। গুলির স্বভাৰসিদ্ধ সারল্যের সুযোগ পাইয়া, এক অন্তরঙ্গ মিত্র, তাহাকে প্রচারিত করিয়া তাহার যথাসৰ্ব্বস্ব গ্রহণ করেন। জীবনের শেষ অবস্থাট তাহার বড়ই কষ্টে কাটিয়াছিল। সংসার ত্যাগ করিয়া, তিনি মনের দুঃথে কাশীবাসী হন। go হুজুরীমলস ট্যাঙ্ক লেন। । হজরীমল ইতিহাস প্রসিদ্ধ উমিচা বা আমীরগদের খুব নিকট আত্মীয়। ইনি জাতিতে শিখ, । প্রাচীন কলিকাতায় হুজুরীমল