পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুৰ্ব্বিংশ অধ্যায়। ৮৫৯ anলট হইতে আরম্ভ করিয়া সন্ধ্যা পাচটা ছয়ট পৰ্য্যস্ত, সাতদিন ধরিয়া, নকানাথ অক্লান্তভাবে বক্ততা করিয়াছিলেন। বলা বাহুল্য, মোকদমাট ফুল-বেঞ্চেই” হইয়াছিল। পরিশেষে দ্বারকানাথ এই মোকদমায় জয়ী হন। ১৮৬৭ খ্ৰীঃ অব্দের জুন মাসে, দ্বারকানাথ জজের পদে নিযুক্ত হন। প্রেসিদ্ধ সার বার্ণেল পিকক, জটিস ফিয়ার প্রভৃতি স্বনামখ্যাত জজগণ গুন হাইকোটের রত্নস্বরূপ ছিলেন । কিন্তু কৃষ্ণকায় দ্বারকানাথ, নিজের প্রতিভাবলে, মহারাণী ভিক্টোরিয়ার ধর্শ্বাধিকরণের এক সমুজ্জ্বল রত্নরূপে পরিগণিত হইলেন । অনেক সময়ে, জজ দ্বারকানাথ কোন কোন মোকদ্দমায়, তাহার সহযোগী জজগণের সহিত একমত হইতে পারিতেন না । তিনি স্বতন্ত্রভাবে নিজের রায় দিতেন । কিন্তু অনেক স্থলে দেখা গিয়াছে, প্রিভিকেন্সিল, উtহার রায়ই বজায় রণথিতেন । বিজ্ঞানালোচনায়ু দ্বারকানাথের খুব একটা সখ ছিল । এজন্য তিনি ফাদার লীফে নামক প্রখ্যাতনামা বৈজ্ঞানিকের বক্ততাদি শুনিতে বড়ই ভাল বাসিতেন। ডাক্তার মহেন্দ্রলাল সরকারের প্রস্তাবিত, বিজ্ঞানসভায়, তিনি চারি হাজার টাকা চাদ দেন। দ্বারকানাথের সাহিত্যিক জীবনের কোন একটা বিশেষ বিকাশ হয় নাই। একবারমাত্র তিনি স্বৰ্গীয় শম্ভুনাথ মুখোপাধ্যায় মহাশয়ের সম্পাদিত “মুখার্জিসৃ-ম্যাগাজিন” firii Analytical Geometry Titi sist rigi Catari দুৰ্দ্দমনীয় ক্যানসার রোগে, দ্বারকানাথের জীবলীলার অবসান হয়। দীর্ঘকাল ধরিয়া এই রোগে তিনি শয্যাশায়ী হইয়াছিলেন । তাহার এই সঙ্কটাপন্ন পীড়ার সময়, হাইকোটের জজেরা তাহাকে প্রায়ই দেখিতে অসিতেন । এমন কি স্বয়ং বড়লাট বাহাদুর, উহার একজন এডিকংকে পাঠাইয়া, রোগশয্যা-শায়ী দ্বারকানাথের তত্ত্ব লইতেন। এই ক্যানূসার বা কণ্ঠনালী-ক্ষত রোগে, দ্বারকানাথ ১৮৭৪ খৃঃ ধরে ২রা মার্চ ইছলোক ত্যাগ করেন । দ্বারকানাথের বৃদ্ধ মাত{ উপযুক্ত পুত্ররত্ব হারাইয়া শোকে অতিশয় মূহ্যমান হইয় পড়েন। *द्रिकांनांtथब्र लिन तियांश् छ्हेब्रांझिण । ॐांशंद्र (aथया ७ शिर्डौब्रा ग्रईौ একে একে গতাস্থ হন। তাছার তৃতীয়া পত্নী বর্ধমান বেনাপুরের প্রসিদ্ধ দায় প্রাণগোৰিদ রায় চৌধুরী মহাশয়ের কন্য। উছারই অনু৯ে ইনিদারুণ বৈধব্য-যোগ ঘটে। * - . . .