পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চবিংশ অধ্যায়। ৯২৯ লর্ড ল্যান্সডাউন । লর্ড ল্যান্সডাউন ১৮৮৮ হইতে ১৮৯৪ খৃঃ অন্ধ পর্য্যস্ত, ভারতসাম্রাজ্যের ভাইসরয় ও গবর্ণয়-জেনারেলের পদে নিযুক্ত ছিলেন। লর্ড রবার্টসের ষ্ট্যাচুর মত, ইহঁর পিত্তল-প্রতিমাটাও ভারত গবৰ্ণমেন্ট প্রদত্ত এগারটা পিতলের কামান গলাইয়া প্রস্তুত করা হয়। বেট্‌স ও ফোর্ড নামক দুইজন ভাস্কর এই মূৰ্ত্তি প্রস্তুত করেন। ইহঁার আমলে, নিৰ্ব্বাচন প্রথা দ্বারা বড়লাট সাহেবের মন্ত্রণা-সভায় সদস্য গ্রহণের ব্যবস্থা প্রথম প্রচলিত হয়। লর্ড ল্যান্সডাউনের শাসনকালেই “মণিপুরের হত্যাকাণ্ড” সংঘটিত হয়। ভারতে । আসিবার পূৰ্ব্বে লর্ড ল্যান্সডাউন ক্যানেডীর গবর্ণর ছিলেন। ভারতীয় রাজকৰ্ম্ম হইতে অবসর গ্রহণ করিয়া, ইনি ইংলণ্ডেব ওয়ার-মিনিষ্টার বা প্রধান যুদ্ধসচিব পদে নিযুক্ত হন। লড ডফারিন । বর্তমান রেড-রোডের সম্মুখে, লর্ড ডফরিনের পিত্তল-মূৰ্ত্তি প্রতিষ্ঠিত। সার এডগার বোয়েম নামক স্ববিখ্যাত শিল্পী, এই ষ্ট্যাচু নিৰ্ম্মাণ করেন। লর্ড ডফারি ১৮৮৪ হইতে ১৮৮৮ খ্ৰীঃ অব পৰ্য্যস্ত, ভাইসরয় বা রাজপ্রতিনিধির পদে নিযুক্ত ছিলেন । বৰ্ম্ম-বিজয় ও উত্তর-পশ্চিম সীমান্ত-প্রদেশে ইংরাজাধিকারের সীমা নির্দেশ ও শাস্তিস্থাপন, লর্ড ডফারিনের আমলের প্রধান ঘটনা। লর্ড ডফারিনের পত্নী, লেডী ডফারিনের চেষ্টায় ও যত্বে এদেশীয় স্ত্রীলোকদিগের সুচিকিৎসার জন্য, একটা ফণ্ড ও জেনানা-হাসপাতাল স্থাপিত হয়। বর্শ্ব-বিজয়ের স্মৃতিচিহ্নস্বরূপ, ভারতেশ্বরী ভিক্টোরিয়ার আদেশ অনুসারে, ইনি “মার্ক ইস অব ডক্ষারিন এও আভা ও আরল অব আভা” উপাধিলাভ করেন। ১৯০২ খ্ৰীষ্টাব্দে ইহঁার মৃত্যু হয়। জীবনের শেষ অবস্থা ইনি মুখে কাটাইতে পারেন নাই। বোয়ার-যুদ্ধে লেডী স্মিথ অবরোধকালে, তাহার জ্যেষ্ঠ পুত্র লর্ড আভা, মৃত্যুমুথে পতিত হন । স্যর জেমস্ আউটরাম । পার্ক-গীটের ও আউটরাম-রোডের সন্ধিস্থলে, স্যর জেম্স আউটরামের অশ্বান্ধঢ় পিত্তল-প্রতিমা প্রতিষ্ঠিত। আউটরাম, একজন প্রকৃত যোদ্ধা ও অসমসাহসিক সেনাপতি ছিলেন। গজনী, থেলাত, পারস্য প্রভৃতির যুদ্ধে তিনি যথেষ্ট সাহস প্রদর্শন করেন। সিপাহী-বিদ্রোহের সময়, এই জেনারেল আউটরামের শক্তি ও সাহসের জন্য, অবরুদ্ধ লক্ষ্মেী-নগরীর উদ্ধার