পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১৩৪ ) মহিলা। কে জান্তে পরিবে ? তুইও যেমন বোন। মাধবী। প্রথমে নাই জাহুক, কিন্তু গর্ভ হয়? তবেই বিভ্রাট । • মহিলা। বিভ্রাটু কি ? তা হয় অপূৰ্ব্ব একটা মুখু্য হবে। মাধবী। ছি সখি, সে কেমন ? লোকে হাসিবে, তার অপেক্ষ ও কৰ্ম্ম করাও তো ভালো ? মহিলা । ভালে বটে, কেন কবি ? এতেই লোক নিন্দ কি ? কুলীনের মেয়ে গঙ্গাজল ধুয়ে খায় এমন কে আছে ? অামি দুইবার ওকৰ্ম্ম করে ছি বটে, এখন আর হলে কখন কবে না । মাধবী। ভাই, মা বাপ কিছু মনে কবে না ? মহিল । (হাস্থ্য মুখে) তুই বড় নেক, তারা কি জানেন না ? যখন কুলীনকে দেন তখনি জেনে থাকেন। ত যা হোক, আমি এখন যাই ভাই । মাধবী। (সকরুণবাক্যে) দাড়া দিদি, যদি সব বল্যি তবে একটা কথা বল, এখন আমি কি করি ? মহিলা । (সভ্রভঙ্গে) আমার সঙ্গে শ্রীহরি, আর কি করি ? মাধবী। তুই আমায় রক্ষা না করিলে কে করিবে। চল তোর সঙ্গে যাই, যা করিস। [উভয়ের প্রস্থান । পঞ্চম অঙ্ক ।