পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 8२ ) চপডি আছে তাতেই ঢালাই, আপনি ন চালালে কে চালাবে বল ? দেবল ! এখন কোথা যাচ্চ ? রসিক । এই সব কামাতে যাচ্চি ভাই । দেবল। পেরিহাস পূৰ্ব্বক) তুমি কি সব কামিয়:থাক ? রসিক । (হাস্য মুখে) না ভাই তা নয়, আজি বাড়ুয্যের বাড়িতে ‘ বে, পাড়ার মেয়ের জল সৈতে যাবে, তা কামিয়েজুমিয়ে না দিলে কি হবে ? দেবল। উওর পাড়ার হয়েছে ? রসিক । হা, তাদের কামিয়ে এই আশ্চি | দেবল। তার এখন কি কচ্চে, পূজার উদ্যোগ কচে কি ? রসিক । আজি পুজো মাথার উপর থাকু, পূজোর যে করবে কি সে যে নাই, তারা যে ব্যস্ত। দেবল | ব্যস্ত কেন ? রসিক । জলসৈতে যাবে, সাজগোজ কচ্চে । দেবল ! সাজ গোজ আবার কেমন ? রসিকা । তা শুনবে ? কুলপালকের গৃহে বিবাহ উৎসবে। প্রতিবাসি রামাগণ নিমন্ত্রিত সবে ॥ মনোমত সজ্জাকরে বিভবানুসারে । এই প্রথা সৰ্ব্বকালে সকলি সংসারে ॥