পাতা:গীতবিতান.djvu/১১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

# * . ." § { } Q Q २ % গীতবিতান ایس চুনীলাল ও নরেন্দ্রনাথ দত্ত পেরে স্বামী বিবেকানন্দ মহাশয়গণ সংগীত করিয়াছিলেন।... ঐরবীন্দ্রনাথ ঠাকুর মহাশয় ..সংগীত রচনা করিয়া গায়কদিগকে শিখাইয়া দিয়াছিলেন। রবীন্দ্রনাথের এক চিঠিতে (রবীন্দ্রসদন-সংগ্রহ) শেষোক্ত গানের পূর্বপাঠ পাওয়া যায় : মহাগুরু, দুটি ছাত্র এসেছে তোমার ইত্যাদি । ৮৬৩-৬৪৭-৮ কৃষ্ণকুমার মিত্র মহাশয়ের কন্যা কুমুদিনী মিত্র ( বস্ব ) এবং বাসষ্ঠী মিত্র ( চক্রবর্তী ) এতদুভয়ের পরিণয়োপলক্ষ্যে রচিত, পরে ‘ব্রহ্মসঙ্গীত’এ মুদ্রিত। শ্ৰীমতী বাসন্তী চক্রবর্তীর পত্রে এই দুই রচনা সম্পর্কে তথ্য জানা যায় ; ইহাও জানা গিয়াছে যে, রচনাদুটিতে কবি স্বয়ং স্বর দেন নাই, তবে তাহার অসীম মঙ্গললোক হতে' ( ৮ ) রচনায় সাহান স্বর দেওয়া হয় এরূপ অভিপ্রায় প্রকাশ করিয়াছিলেন । గా ৮৬৪-৬৫ ৯-১১ সংখ্যা । কবি শাস্তিনিকেতন-আশ্রমে পৌত্রী ‘কল্যাণীয়া নন্দিনী’র পরিণয় ( ১৪ পৌষ ১৩৪৬ ) উপলক্ষ্যে এই তিনটি গান রচনা করেন। ‘প্রেমের মিলনদিনে সত্য সাক্ষী যিনি’ ( ১• ) রচনাটির পূর্বতন পাঠ ছিল 'দুজনের মিলনের সত্যসাক্ষী যিনি ইত্যাদি এবং পরবর্তী জীবনের সব কর্ম স্বলে ছিল তোমাদের সব কর্ম’ । ৮৬৫৷১২ ১২৯৩ সালে ‘কড়ি ও কোমল’এ মুদ্রিত (উত্তরকালে ‘শিশু’ কাব্যে সংকলিত), ‘অাশীর্বাদ’ কবিতার সূচনাংশ এবং শেষ স্তবক মিলাঞ্ছয়া এই গানটি ঠিক কোন সময়ে রচিত জানা যায় না। তবে ‘সাধারণ ব্রাহ্মসমাজ" -কর্তৃক প্রকাশিত ‘ব্রহ্মসঙ্গীত'এ স্থর-তালের উল্লেখ-সহ বহু বৎসর ধরিয়া (১৩১১ মাঘে প্রকাশিত অষ্টম সংস্করণ দেখা হইয়াছে) মুজিত হইয়া জাসিতেছে। কবি স্বয়ং ইহার স্বরকার কিনা তাহ জানা যায় না কিন্তু তাহার জীবদ্দশায় বিশিষ্ট গ্রন্থে বহুলভাবে প্রচারিত হওয়ায় মনে করা অন্তায় হইবে না যে, অন্ততপক্ষে তাহার অনুমোদন ছিল। আকর-কবিতার মূল ছত্রগুলি হইতে দু-এক স্থানে সামান্ত পাঠান্তর দেখা যায়।