পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অধ্যায়। * a : উপরি-উক্ত পদ সমূহের বিশেষ বিশেষ ক্ষমতা ও রাজতন্ত্রের প্রতি বিশেষ বিশেষ কৰ্ত্তব্য ছিল । সমুদয় পদের অধিকার স্পষ্ট বুঝা যায় না । রাজপুত্র ভবিষ্যতে রাজা হইবেন, সুতরাং তঁহাকে সমুদয় বিষয় জানান হইত ও প্রয়োজনীয় স্থলে তাহার সম্মতি লওয়া হইত। রাজগণের নিম্নে রাজনকের সন্মান ছিল । এখনকার জমিদারদিগের দ্যায় ক্ষমতাপন্ন ভূস্বামীদিগকে রাজনক বলা হইত। দগু-শক্তিক দণ্ড প্রদান করিতেন। দও-পাশিক দণ্ড দানের যন্ত্রাদির অর্থাৎ শূল-খড়গাদির তত্ত্বাবধায়ক ছিলেন। দোঃসাধসাধনিক বা দেী:সাধিক নিয়োজিত শ্রমজীবীদিগের পরিদর্শক ছিলেন। “ত্রিকাগুশেষ” নামক সংস্কৃত অভিধানের মতে দেীঃসাধিক শব্দের অর্থ দ্বারপাল। গমাগমিক ও অভিত্বরমাণ কিংবা গমাগমিকাভিত্বরমাণ দ্রুতগামী বার্তাবহদিগের অধ্যক্ষ ছিলেন। পূৰ্ব্ব দেশে নৌ-বিভাগের বিশেষ প্রয়োজনীয়তা ছিল। পাল-রাজগণ নদী প্রধান দেশের অধীশ্বর ছিলেন ; তজ্জন্ত র্তাহার নৌ-বিভাগের বিশেষ আদর করিতেন । তরিক নৌ-সেনা-বিভাগের অধ্যক্ষ ছিলেন। কথিত আছে, মহারাজ মৌর্য্য চন্দ্রগুপ্তের সময় পূৰ্ব্ব দেশের নিমিত্ত নৌ-সেনা-বিভাগের স্বষ্টি হয় ৷ নাকাধ্যক্ষ ও গোল্মিক শাস্তি রক্ষার্থ রাজ্যের ভিন্ন ভিন্ন অংশে স্থাপিত সেনাদলের অধ্যক্ষ ছিলেন । অস্থাপি মালদহ জেলায় নাকা শব্দটী প্রচলিত আছে। বিনিযুক্তক কৰ্ম্মচারি-নিয়োগের অধ্যক্ষ ছিলেন। খাদ্যাদির সরবরাহ ভোগপতির কার্য্য ছিল। প্রত্যেক “বিষয়ের” হিসাব (৬) অন্ত:পুরাধিকৃত (৭) বন্ধনাগারাধিকৃত ৮) ধৰ্ম্মসেনাধিকৃত ৯ ধনাধ্যক্ষ (১ -) রাঙ্গাজ্ঞায় আজ্ঞাপ্যদের প্রতিবক্ত| (১১) প্রাড়ৰিবাকসংজ্ঞক ব্যবহার প্রষ্ট (১২) ব্যবহার নির্ণেছ। সভ্য (১৩) সেনাদের জীবিহুভূতিদানাধ্যক্ষ (১৪) কৰ্ম্মান্তে বেতনগ্রাহী (১৫) নগরাধ্যক্ষ (১৬) রাষ্ট্রাস্তু পাল ইনিই আটধিক (১৭) দুষ্টদের দগুনাধিকারী (১৮) জলগিরিবনস্থলদুর্গপাল। বৌদ্ধযুগে পুরোহিত-প্রাধান্ত লুপ্ত হইয়াছিল ।