পাতা:চক্ষুদান.djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७ চক্ষুদান। বসু। নাপ্তে-বে, কি বল্‌বো পোড়া কপাল একেবারে পুড়ে গেছে, আমি যে যাতনা পাচ্যি সে অসহ্য যন্ত্রণার কথা মাকে শোনাতে চাইনে, তিনি একে আমাকে পাঠিয়ে দে অবধি শুনেছি একেবারে বসু বসু করে সারা হচ্যেন, আবার তার সাধের বসুর মনোদুঃখের কথা শুনৃলে তিনি অমনি মাটীর ভিতর যাবেন । নাপ্তে। ভাল, তাকে বলতে বারণ কর বরং বলবো না, আমাকে বল, আমার কাছে লুকোন কেন ভাই ? - বন্ধু । নাপ্তে-বে, তুই আমাকে অভ্যন্ত ভাল বাসিমৃ, আমার দুঃখের কথা তুই শুনূলে তোর কেবল দুঃখ হবে বৈ ভু নয়। নাপ্তে । সে কি দিদিঠাকুৰুণ, সুখ দুঃখের কথা বলে যদি ভাগ না দেবে তবে একটা ভাল বাসা কি –তুমি বোল্‌চোন। কিন্তু আমি তোমার মনের কথা কথক বুঝতে পেরেছি, ঐ যে কথায় বলে—“এক ঠোকরে মাচ বেঁধে না সেই বা কেমন বড়শী, এক ডাকেতে শাড়া দেয় না সেই বা কেমন পড়শী ; মিনি তুফানে লা ডুবায় সেই বা কেমন নেয়ে, আর কথা পড়লে বুঝতে পারে না সেই বা কেমন মেয়ে ।”