পাতা:চক্ষুদান.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চক্ষুদান । る意 বসু । ওদের বাড়ির একটী মেয়ে আমাদের বাড়িতে খেলা করতে আসতো, সেই একদিন ঐ গোপট হাতে করে এনেছিল, আমার মনে ছিল ; আজ্ব ভাই সেই মেয়েটিকে ডেকে চাইলে সে আমাকে লুকিয়ে এনে দিলে। নাপতে । উঃ দিদিঠাকুৰুণ, তোমার এতে সন্ধানও আসে । যা হোক, আমার ভারি লজ্জা কচ্যে; কেঁচা করে কাপড় পর, জামাজোড়া, গোপ, আবার পাগড়ি। ছিঃ! ছি! আমাকে কি কল্যে বল দেখি । বসু । ( হাস্য করিয়া ) বেশ হয়েছে, বেশ হয়েছে । লজ্জা আবার কি ? কেবা দেখতে আসচে, যা হোক পাগড়িটে বড় সরস হয়েছে, ঠিক যেন পাচলির ছোকরার মত দেখতে । নাপতে। সত্যি কি ? আমাকে ছোকরার মত দেখাচ্যে ? কৈ দেখি, একবার আরশী খানা দেও না । বসু । ( দর্পণ প্রদান ) সত্যি কি না দেখ । নাপ্তে। ( দর্পণে আপনাকে দেখিয়া ) ও মা ! এ মিসে কে গো ! হা! হা! হা ! হা! আবার কথা কৈতে গোপ নড়ে । ও মা ! আমি কোথা যাব । হা ! হা! হা! দিদিঠাকৃষ্ণণ, ঠিক বলেচে,