পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/২৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দাঁড়াইতে পারিল না, একটু উঠিয়া পুনরায় বসিয়া পড়িল; তাহার পায়ে অতিশয় বেদন হইল। ফুসী কঁদিতে লাগিল। যুবক জিজ্ঞাসা করিল,—“তোমার পায়ে অতিশয় লাগিয়াছে?” কুসী। উত্তর করিল,-“আমি দাঁড়াইতে পারিতেছি না। উঠিতে গেলেই আমার পায়ের গাঁঠিতে বড় লাগে। আমি কি করিয়া বাড়ী যাইব ।” যুবক বলিল,—“চল! আমি তোমার হাত ধরিয়া লইয়া যাই।” কুসী বলিল,-“না। তুমি আমার বাড়ীতে যদি খবর দাও।” যুবক জিজ্ঞাসা করিল,—“কোন বাড়ী? কাহার বাড়ী?” কুসী উত্তর করিল,—“নিমাই হালদারের বাড়ী আমার মাসীকে বলিবে।” সপ্তম পরিচ্ছেদ বাঙ্গাল দেশের মানুষ আর কোন কথা না বলিয়া, যুবক তৎক্ষণাৎ সে স্থান প্ৰস্থান করিল, নিমাই হালদারের বাটী অনুসন্ধান করিয়া, কুসীর মাসীকে সে সংবাদ করিল। মাসী আসিয়া কুসীকে কোলে লইয়া গৃহে গমন করিলেন। SNర్ শুষ্ক বস্ত্ৰ পরিধান করিয়া কিছুক্ষণ পরোক্কুরী উপস্থিত হইল। হালদার মুহাশয়ের ক্ৰেৱৰ্ল্যািত্রকত্ব উপর তিনি শয়ন করিয়াছিলেন। পেঁই ঘরের দাওয়া বা পিড়াতে একটি মাদুরের উপর পা ছড়াইয়া, দেওয়ালের গায়ে কাষ্ঠ পিড়া ঠেস দিয়া, কুসী। তখন বসিয়াছিল। মাসী তাহার নিকটে বসিয়া পৈতা কাটিতেছিলেন। মাসীকে যুবক জিজ্ঞাসা করিল,—“তোমাদের মেয়েটি বড় পড়িয়া গিয়াছিল। তাহাকে কি অধিক আঘাত লাগিয়াছে?” মাসী উত্তর করিলেন, —“কুসী দাঁড়াইতে পারিতেছে না। সে জন্য বোধ হয়, অধিক লাগিয়া থাকিবে। হালদার মহাশয় বড় পিটুপিটে লোক। তিনি বলেন যে, যে পুষ্করিণীতে অধিক লোক স্নান করে গায়ের তেল-ময়লা সব ধুইয়া যায়, সে পুকুরের জল খাইতে নাই। তাই কুসী ঐ বাগানের পুষ্করিণী হইতে জল লইয়া আসে। কিন্তু যে ঘাট! ভাগ্যে মেয়ে আমার জলে পড়ে নাই। বোসো-না-বাছা!” এই বলিয়া মাসী একখানি তালপাতার চটি সরাইয়া দিলেন। যুবক সেই চটির উপর উপবেশন করিল। মাসী পুনরায় বলিলেন, —“কুসী তোমার অনেক সুখ্যাতি করিতেছিল। তুমি তাহাকে তুলিতে গিয়া নিজে পড়িয়া গিয়াছিলে? তাহার পর ডুব দিয়া কলসী তুলিতে গিয়াছিলে? কলসীর জন্য কুসী কাঁদিতেছিল! কি করিব, বাছা! এখন আমাদের বড় অসময় পড়িয়াছে। কৰ্ত্তা বিছানায় পড়িয়া আছেন। সংসার চলা আমাদের ভার হইয়াছে। দুই পয়সার কলসী বটে, কিন্তু ফোকুলা দিগম্বর sNAls viði (SS BS! ro www.amarboi.com ro S8s