পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দীনবন্ধু-গ্রন্থাবলী عVExy মাধ। মহারাজ, আমার কাছে মেকি চালান ভার। সভায় চলুন, শুভ কৰ্ম্মে বিলম্ব কত্তে নাই। [ মাধবের প্রস্থান । রাজা । যে মনোমোহিনী বিনে বিমনা এ মন— স-নীর নয়ন সদা সরে না বচন । সে বিলে সাস্তুনা কেমনে এ মনে করি,— কেশরি-কামিনী বিনে কে তোষে কেশরী ? প্রাণ পরিহরি পাপ করি পরাভূত। মনোবেদনার বৈদ্য বিভাকরসুত । প্রস্থান । চতুর্থ গর্ভাঙ্ক রাজসভা জলধর, বিদ্যাভূষণ, বিনায়ক, পণ্ডিতগণ, ঘটকগণ ইত্যাদি আসীন। বিনা । গুরুপুত্রকে সংবাদ পাঠান যাক । বিদ্যা। মহারাজের আসবের সময় হয়েছে, গুরুপুত্রের এই সময় আসাই কৰ্ত্তব্য । মাধবের প্রবেশ মহারাজের আসবের বিলম্ব কি ? মাধ। আর বিলম্ব নাই—মন্ত্রী মহাশয়, পেট গুড়িয়ে নেন, পেট গুড়িয়ে নেন, মহারাজ আসচেন । বিদ্যা। এত বিলম্ব হওয়ার কারণ কি, শরীর তো কোনরূপ পীড়ায় আচ্ছন্ন হয় নি ? “শরীরং ব্যাধিমন্দিরং” । বিনা । মহারাজ শারীরিক উত্তম আছেন, কিন্তু মানসিক বড় অসুখী ।