পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় গর্ভাঙ্ক কামিনীর পড়িবার ঘর আসীন পঞ্চ বালিকা, কামিনীর প্রবেশ কামি । ও মা শৈল, দেখ কেমন থাল তোমার জন্যে এনিচি, তুমি ভাল করে পড়তে পাল্যে তোমার বিয়ের সময় তোমায় সোণার সিতি দেব। তোমরাও বেশ করে পড়ে, ম৷ বাপের কথা শুনে, কারো গালাগালি দিও না, মিষ্টি করে কথা কইও, আজ তোমাদের রাঙ্গাশাড়ী পরয়ে দিইচি, আমি তোমাদের বিয়ের সময় এক একখানি সোণার গয়না দেব । ( থালদান ) কবিতাগুলি তোমাদের মনে আছে তো ? তোমরা বেশ করে পড়ে । (স্বগত ) মা আমার আনন্দময়ী, রাগ করা দূরে থাক, মা আমার কার্য্যে পরম সুখী হয়েচেন । প্ৰাণেশ্বর উটানে এসে দাড়য়েচেন, যেন সূৰ্য্যদেব নেবে এসেছেন । জননী অনুমতি করিলেই জীবিতেশ্বরের সঙ্গে পর্ণকুটীরে গিয়ে দুঃখিনী তপস্বিনীকে মা বলে জীবন সার্থক করি । বিজয়ের সহিত সুরমার প্রবেশ বিজ। এ যে অপূৰ্ব্ব পাঠশাল, আহা ! যেন স্বয়ং মূৰ্ত্তিমতী সরস্বতী বিদ্যা দান কচ্চেন। সুর। কামিনী আমার যেমন বিদ্যাবতী, বিদ্যাবিতরণে তেমনি যত্নবর্তী । বিজয়, বাবা বালিকাদের পরীক্ষা কর, কামিনী যে কবিতা শিখয়েছেন তাই জিজ্ঞাসা কর । প্রথম । কামিনীর মা, কামিনীর মা, মা আমারে এই থালখানি দিয়েচেন ।