পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীন তপস্বিনী 이 বিজ। তুমি কিছু বলতে পার ? তৃতীয়া । চিনে দিও মন, চিনে দিও মন, পুরুষে চিমে দিও মন, আগেতে আমার, আমার, শেষে অযতন । বিজ। এ কোন জহরির রচন।--তোমার নাম কি ? চতুর্থ। আমার নাম অভয় । বিজ । তুমি একটি কবিতা বল দেখি ? চতুর্থ। নবীন যৌবনে গভীর যাতন সই ; গাছে তুলে দিয়ে বঁধু , কেড়ে মিলে মই । বিজ । এ কোন বিরহিণীর রচনা—তোমার নাম কি ? পঞ্চম । আমার নাম হেমলতা । বিজয় । তুমি কি কবিতা শিখেছ ? পঞ্চম | স্বামিমুথে মন কথা, সাপিনী দশন, ফুটিলে মামিনী মনে, অমনি মরণ। বিজ । এ কোন মানিনীর রচনা—তোমরা উত্তম পরীক্ষা দিয়েচ, তোমরা তাজ বাড়ী যাও ; প্রেয়সি, তুমি না বল্যে বালিকারা বাড়ী যেতে পারে না । - কামি ৷ শৈল, বেলা শেষ হয়েছে, তোমরা আজি বাড়ী যাও । [ বালিকাদের প্রস্থান । বিজ। তোমার জননী সাক্ষাৎ অন্নপূর্ণ, তার দয়ার সীমা নাই, বনের তাপসকে এমন অমরাবতীর ঐশ্বৰ্য্য দান কল্যেন, এক্ষণে তোমার পিতা অনুকূল হলেই সকল মঙ্গল হয়। কামি । মাতার মতেই পিতার মত । এখন আমি মাকে বলে তোমার সঙ্গে একবার পর্ণকুটীরে যেতে পাল্যে বাচি, তোমার দুঃখিনী জননীকে মা বলে চিত্ত চরিতার্থ করি । বিজ। আমার নিতান্ত বাসনা তোমাকে একবার অামার দুঃখিনী মাতার নিকট লয়ে যাই, তোমায় দিয়ে তার মনস্তাপের