পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় গর্ভাঙ্ক রাজসভা রাজা, মাধব, বিনায়ক, জলধর, গুরুপুত্র, পণ্ডিতগণ প্রভৃতির প্রবেশ গুরু । মহারাজ, আমাদিগের সকলেরি বাসন আপনি পুনৰ্ব্বার দার পরিগ্রহ করিয়া পরমানন্দে রাজ্য করুন। রাজা । যে বৃক্ষে একবার বজ্রাঘাত হয় সে বৃক্ষ কখনই পুনঃ পল্লবিত হয় না। আমি বিশাল বিটপীর ন্যায় সগৌরবে রাজ্য অটবীতে বিরাজ করিতেছিলেম, আমার অঙ্গ, মনোহর শাখা প্রশাখায়, রমণীয় ফুল মুকুলে সুশোভিত হয়েছিল ; কিন্তু ফলের সময় বিফল হলেম, আমার মস্তকে বজ্রাঘাত হলো, আমার ডাল পাল, ফুল মুকুল সকলি জ্বলিয়া গেল ; আমি এক্ষণে দগ্ধ তরুর ন্যায় দণ্ডায়মান আছি, সত্বরে ধরাশায়ী হবে। হে গুরুপুত্র, হে পণ্ডিতমণ্ডলি, হে সভাসদগণ, হে প্রজাবৰ্গ, আমি অতি নরাধম, মূঢ় পাপাত্মা—পতিপ্রাণ বড় রাণী গর্ভবতী হলে ছোট রাণী এবং জননী তাহাকে অতিশয় তাড়ন করেছিলেন, আমি তাড়ন রহিত করা দূরে থাকুক বড় রাণীকে মৰ্ম্মান্তিক যন্ত্রণ দিতে উদ্যত হয়েছিলেম, সেই অভিমানে প্রাণেশ্বরী আমার বিরাগিণী হলেন–র্তাহাকে কেহ বধ করে নি । গুরু । মহারাজ, রাজারাজড়ার কাণ্ড, সকলে সকল ঘটনা বুঝতে পারে না, নানারূপ কথা উত্তোলন করে ; কেহ বলে বড় রাণী বিষ পান করে প্রাণত্যাগ করেছেন, কেহ বলে ছোটরাণী তাহাকে বিষ খাওয়াইয়ে হত্যা করেছেন । প্রথম পণ্ডিত । রাজ্যের ভিতর জনশ্রুতি এই বড় রাণী