পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিয়েপাগল বুড়ো (? নসি । ব্যাট ইনিস্পেকটার বাবুর উপর এত চট্ৰলে৷ কেন ? রত। ইনিস্পেক্টার বাবুর সহিত এক দিন বিধবাবিবাহ উপলক্ষে তর্ক হয়েছিল, তাতে অনেক বিচারের পর ইনিস্পেক্টার বাবু বলেছিলেন, “আপনার ষাট বৎসর বয়সে স্ত্রীবিয়োগ হওয়াতে অধীর হয়ে পুনৰ্ব্বার দারপরিগ্রহের জন্য উন্মত্ত হয়েছেন, অতএব আপনার পোনের বৎসর বয়স্ক, বিধবা কন্যা পুনৰ্ব্বার বিবাহ করিতে ইচ্ছুক কি না বিবেচনা করে দেখুন।” ব্যাটার বিচার করিবার ক্ষমতা নাই, গলাবাজিতে যা কত্তে পারে ; আর মুখখানি মেচোহাট, ইনিস্পেক্টার বাবুকে যা না বলবের তাই বলে । নসি। আমি সেখানে থাকলে বুড়োর গলায় জয়ট্যামটেমি বেঁধে দিতেম । রতা । যদি পরমেশ্বরের কৃপায় কাল পরীক্ষা ভাল দিতে পারি, তবে বুড়োরি এক দিন আর আমারি এক দিন । ভুব। ইনিস্পেক্টার বাবুকে সন্তুষ্ট কত্তে না পারলে কোন তামাসা ভাল লাগবে না । নসি। কলিকাতায় ছাত্রের পরীক্ষার পর বিলবর্টের বাজি দেয়, আমরা পরীক্ষার পর রাজীব মুখুয্যের বাজি দেব। ভুব। সে সাপটা আছে তো ? রত। সব আছে, পরীক্ষাটি শেষ হোক না । নসি। কি সাপ ? রতা । সোলার সাপ । নসি । তাতে কি হবে । রত। দুটি বাবলার কাটা আর একটি সোলার সাপে বুড়োর সর্বনাশ করবে।—যে রতার কথা সইতে পারে না, সেই