পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিয়েপাগলা বুড়ে రి বন্ধু সকলেই এ সম্বন্ধে অসম্মত হবে, আর বলবে পাচ ব্যাট গাজাখোরে পিতৃহীন বালকটিকে নষ্ট কচ্চে । রাজী। আপনি আমার পরম বন্ধু, আমি কারে কথা শুনবে না, লোকে সহস্র বার নিষেধ কল্যেও ফিরবে না, আপনি যে পথে যেরূপে লয়ে যাবেন সেই পথে সেইরূপে যাবো ; আমি মুরুবিবহীন, আপনাকে আমি মুরুব্বি কল্যেম । ঘট । আপনার কথায় আমি বড় সন্তুষ্ট হলেম—বয়স আপনার এমন অধিক কি, আপনার পিতার ধীশব্দ নাম, অতুল্য ঐশ্বৰ্য্য, কুলীনের চূড়ামণি, অতি শিশুকালে বিয়ে দিয়েছিলেন তাই আপনাকে দ্বোজবরে বলতে হচ্চে, নচেৎ এমন বয়সে কত আইবুড়ে ছেলে রয়েচে—এই যে কনক বাবুর পুত্রের বয়স ষোল বৎসর, এক্ষণে র্তার পুত্রবধূর—পরমেশ্বর করেন না হয়—মৃত্যু হলে কি তার পুত্রকে দ্বোজবরে বলে ঘৃণা করবো ? কন্যা-কৰ্ত্তারা সকল ভার আমাকে দিয়েচেন, এক্ষণে, এ পক্ষের মতের স্থিরতা জানতে পারলে লগ্ন নির্ণয় করে শুভকৰ্ম্ম সম্পন্ন করা যায় । রাজী । এ পক্ষের মতামত কি ? মহাশয় সে পক্ষের ভার লয়েচেন, এ পক্ষের ভারও মহাশয়ের উপর—ভাষা কথায় বলে “বরের ঘরের পিসী, কনের ঘরের মাসী” আপনিও তাই । ঘট । আমি আপনার কবিতাশক্তিতে আরো সন্তুষ্ট হইচি ; আপনার শাশুড়ীর ইচ্ছে একটি সুরসিক জামাই হয়, যেমন মেয়েটি চটুপটে, হেঁয়ালির হারে কথা কয়, তেমনি একটি রসিকের হাতে পড়ে । রাজী । মেয়েটির বয়স কত ? ঘট। এ কথা কারে কাছে প্রকাশ করবেন না, মেয়েটি তের উৎরে চোদয় পড়েচে–ভদ্রলোকের ঘরে অভিভাবক না