পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

રે 8 দীনবন্ধু-গ্রন্থাবলী রামমণির দড় লয়ে পুনঃপ্রবেশ রাম। ওগো নাপতেদের ছেলেকে ডাক গো, সে বড় মন্ত্র জানে গেt— প্রথম । দড়াগাছটা দাও ( দড়া দিয়া হস্ত বন্ধন ) । রাম । ( রাজীবের হস্তে চিমটি কেটে ) লাগে ? রাজী। আবার কাটো দেখি, ( পুনৰ্ব্বার চিমটি কাটন ) কোই কিছুই লাগে না । রাম । তবেই সৰ্ব্বনাশ হয়েছে, আমার পোড়া কপাল পুড়েচে । রাজী । আর কেউ মন্ত্র জানে না ? প্রথম । রতার বাপের মন্ত্র সাক্ষাৎ ধন্বন্তরি, সে মন্ত্র মরবের সময় আর কারো দ্যায় নি, কেবল রতীকে দিয়ে গিয়েচে । রাজী । এমন সাপ আমি কখন দেখি নি—অামার দৌহিত্রকে আন্তে পাঠাও, আমার গ৷ চুলচে, আমার বোধ হচ্চে বিষ মাতায় উঠেছে—আহা ! কেবল প্রেমের অঙ্কুর হয়েছিল ; রামমণি তোরে বলবো না ভেবেছিলাম, আমার সম্বন্ধের স্থিরত। হয়েছিল, রবিবারে বউ ঘরে আসে ; আহা ! মরি কি আক্ষেপ, লক্ষ্মী এমন ঘরে আসবেন কেন ? রাম। আবার কে বুঝি টাকাগুলো ফাকি দিয়ে নেবে— রাজী। মা ! যে নিতো তা আমি জানি—অস্তিম কালে তোমার সঙ্গে কলহ করবো না, তুমি একটু গঙ্গাজল এনে আমার মুখে দাও, আমার চক বুজে আসচে– রাম। বাবা ! তোমারে যে কত মন্দ বলিচি, বাবা ! তোমারে ছেড়ে থাকবে কেমন করে— রতা নাপ তে, নসিরাম, ভুবনমোহন এবং প্রতিবাসীর প্রবেশ রাজী। বাবা রতন, তুমি শাপত্ৰষ্টে-নাপিতের ঘরে জন্ম