পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* বিয়েপাগল বুড়ে 8ම් ঘট। ইনি তোমার শাল, তোমার শ্বশুরের জ্যেষ্ঠ পুত্র। রাজী। তবে ত আমার পরম বন্ধু—দাদা তুমি আমার মেগের ভাই, মাতার মাচুরি, কপালের তিলক, আমি তোমার খড়মের বোলে, তোমার ইংরাজি জুতার ফিতে, দাদা আমার হয়ে তুমি দুটো বলে তা নইলে আমি ঘাটে এসে দেউলে হই, আমার গোয়ালপাড়ার সরষের নৌকা হাটখোলার নিচেয় ডোবে । কাকা । আহা মেয়ে ত না যেন সিংহবাহিনী—তুঃসময় পেয়ে ঘটক মহাশয় কালসৰ্প হলেন । দাদা । যখন কথা দেওয়া হয়েছে বিবাহ দিতে হবে । রাজী । মরদকি বাৎ হাতীকি দাং । কাকা । তা হলো ভাল তোমরা যেমন বিধবা বিবাহের সহায়তা করে থাক তেমনি ত্বরায় বিধবা বিবাহ দিতে পারবে । দাদা। মুখোপাধ্যায় মহাশয় এমন কি বৃদ্ধ হয়েছেন যে সহসা মৃত্যুর গ্রাসে প্রবেশ করবেন। যদি মরেন চম্পকের পুনর্বার বিবাহ দেওয়া যাবে, তাতে মুখোপাধ্যায় মহাশয় অসম্মত নন | রাজী । তা তো বটেই, বিধবা বিবাহ দেওয়া অতি কৰ্ত্তব্য, সকল ভদ্রলোকের মত আছে, কেবল কতকগুলো খোশামুদে বুড়, বকেয়া, বার্ষিকখেগো বিদ্যাভূষণ বিপক্ষত। কচ্চে। কাকা। বাবাজির দেখচি যে বিধবা বিবাহে বিলক্ষণ মত । শাল ভগিনীপতিতে মিলবে ভাল। - রাজী । নব্য তন্ত্রের সকলেরি মত আছে । কাকা । তোমাদের যেরূপ মত হয় কর, আমি আর বাড়ী ফিরে যাব না, আমি তীর্থ পৰ্য্যটন করবো ।