পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨ দীনবন্ধু-গ্রন্থাবলী নিম । প্রথমও না, দ্বিতীয়ও না ? নকু। সে মদ ছোয় না । নিম । তবে তাকে নাম লেখাতে বলে । নকু। সে যে তোর বোন হয়। নিম । আর গৌতম মুনি আমার বেনাই হয় । নকু। নিমৰ্চাদ তুই কেন সুবাপান-নিবারিণী সভার সভ্য হু না । নিম । আগে লিবারের উপক্রম হক-কতকগুলিন নাম কাট সেপাই ঢুকেছেন। নকু। তারা কারা ? নিম । শূল, পীলে, পাত, অগ্রমাস, কঁশর, ঘণ্টায় র্যাদের পেটে জায়গা নাই— তারা চিরকাল মদ খেয়ে নেচে বেড়ালেন,• এখন উদরে স্থান সংকীর্ণ বিধায়, অষ্টম হেনরির ক্যাথারাইন পরিত্যাগের ন্যায় মদ ছেড়ে দিলেন । নেমোক হারাম ব্যাটাদের মুখ দেখতে নাই— - নকু। নিমৰ্চাদ, আপনার কথায় আপনি -ঠকলে—ও সকল রোগ মদেতেই জন্মে, সুতরাং মদ অতি ভয়ঙ্কর শত্রু । নিম । রস বাবা একটু খেয়ে নিই, বুদ্ধিকে সজীব করি, তার পর তোমার কথার উত্তর দিচ্চি । ( মদ্যপান ) নকু। অধীনকে কিঞ্চিৎ দিতে আজ্ঞ হক । নিম । এস, বাপ এস । ( মদ্যদাম ) নকু। (মন্ত পানানন্তর ) এত ভাবি, কম করে খাব, কিন্তু কেমন আকর্ষণ, দেখিবামাত্র প্রাণট। লাপ য়ে ওঠে । নিম । ( মস্ত পান করিয়া ) মদ খেলেই যে রোগ জন্মিবে এমন কিছু নিদান শাস্ত্রে লেখা নাই—যদিই জন্মায় তা বলে কি, যে মহাত্মাকে একবার সহায় কল্যেম, যে মহাত্মার অনুকূলতায় জাতিভেদ উঠয়ে দিলেম, তঁতি সোনার বেণে কামার কুমারকে নিয়ে একাসনে আহার কলেম, যে মহাত্মার গুণপ্রভাবে বন্ধুপঞ্চে