পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬ দীনবন্ধু-গ্ৰস্থাবলী অট । কাঞ্চন যে বলে—( জিব কেটে ) লোকে যে বলে তা বড় মিথ্য নয়— বেরয়ে এলেম বেগু হলে কুল কল্যেম্ ক্ষয়, এখন কিনা ভাতার শালা ধৰ্মকে কথা কয় । জীব। হয় তুই মর, না হয় আমি মরি। অট। মর মর কচ্চে মার কাছে বলে দেব, তখন মজাট টের পাবেন । জীব । আমি তোর পিতা, পিতা পরম গুরু, পিতার প্রতি এমনি উত্তর—পরশুরাম পিতার আজ্ঞায় মাতার মস্তকচ্ছেদন করেছিলেন । অট। বড় কাজ করেছেন ! গোকু । তোমার কথাগুলিন অতি কর্কশ, আর তোমার কিছুমাত্র সহৃদয়ত নাই—এ সকল কুৎসিত দলে থাকার ফল । অট । কুৎসিত দল ত ত্যাগ করয়েচেন, আর কি কন্তে হবে বলুন । গোকু । সে বেশ্বাবেটীকে তোমার ত্যাগ কত্তে হবে । অট । আহা ! কি রসের কথাই বল্লেন, অঙ্গ শীতল হয়ে গেল—কাল আমি দশ হাজার টাকা ভেঙ্গে তার গহনা কিনে দিলেম, ঘর সাজয়ে দিলেম, আজ আমি তাকে ছেড়ে দিই, আর উনি গিয়ে ভরতি হন— জীব । ও ঠাট কুড়ীর ব্যাট করে কি বলিস্, উনি যে তোর শ্বশুর হন— আমি কোথায় ধাব তোর জ্বালায়, তোর কি লেখা পড়া শিখে এই ভব্যত হয়েছে ! অট । আমি ভব্যতাও জানি, সভ্যতাও জানি—আমায় রাগালে আমি সব ভুলে যাই— জীব । উনি মন্দ বলচেন কি ? বেশ্য রাখলে লোকে নিন্দ করে, তাই ছেড়ে দিতে বলচেন । গোকু। বেশ্বারাখা লোকতঃ ধৰ্ম্মতঃ বিরুদ্ধ—বিশেষ