পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 e দীনবন্ধু-গ্ৰস্থাবলী কথা বল্যে পরজরি হয়, পিনালকোডের ১৯৩ ধারায় পরজরিতে ৭ বৎসর মেয়াদ লেখা আছে—আমাকে যা জিজ্ঞাসা করবেন, আমি সত্য বলবো । আমি হলোপ নিতে পারি, হলোপ, আমার মুখস্ত আছে— “পরমেশ্বরকে প্রত্যক্ষ জানিয়া প্রতিজ্ঞা করিতেছি, এক্ষণে যাই। কহিব তাহা সত্য, সত্য ভিন্ন হইবে না।” নিম । আচ্ছ। বাবা, হলোপ, নিয়েচ, এখন আর মিথ্য বলতে পারবে ন—তুমি ব্রাহ্ম হয়েছ, হিন্দুশাস্ত্রে তেত্ৰিশ কোটি দেবতা আছে, এর তুমি সব ত্যাগ করেছ, কি দুটি একটি রেখেছ, সাত দোহাই তোমার, যথার্থ বলে ? সিদ্ধিদাতা গণেশ আছেন, র্যার পূজা অগ্রে না কল্যে কোন দেবতার পূজা হয় না, মা শেতল আছেন, যার কুদৃষ্টিতে সপুরি এক গড় হয়, পুরুষোত্তমে জয়জগন্নাথ আছেন—“রথেচ বামনং দৃষ্ট, পুনর্জন্ম ন বিদ্যতে,” বলে: দেখি বাবা, তুমি কি হিন্দুর সব দেবতা ত্যাগ করেছ, কি কারে কারে রেখেছ ? Coal The question is very pointed. নিম । সময় নাও, মনের ভিতরে সূক্ষমরূপে বিচার কর, তার পর উত্তর দাও—বাবা, বউবাজারে কালী জিব মেলয়ে আছেন-( হস্ত উচ্চ করিয়া জিহব| দশায়ন ) ফিরিঙ্গিরে ক্রিশচান, তবু তারা কালীকে ভয় ক’রে পূজা দেয়, তাহাতে ভার নাম ফিরিঙ্গি কালী—বলো বাবা, ভেবে বলে । কেন । আমি কেতাব না দেখে উত্তর দিতে পারি না, আপনি ভারি শক্ত প্রশ্ন করেছেন—আমি কাল বলবো । পরজরির শক্ত সাজ, পরজরিতে সেসান কেস হয়। নিম । দুর ব্যাটা ঘটিরাম—তুমি ব্রাহ্মধৰ্ম্ম যত বুঝেছ, তা এক আঁচড়ে জান গিয়াছে—যখন ব্রাহ্মধৰ্ম্মের সূত্র হচ্চে "একমেবাদ্বিতীয়ং,” তখন তেত্রিশ কোটি দেবতার সব ত্যাগ করিচিস কি না বলতে কত ক্ষণ লাগে ?