পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬ দীনবন্ধু-গ্রন্থাবলী রেবতী । মা সৰ্ব্বনাশী বলে, যদি মোর সঙ্গে না পেটুয়ে দিস তবে নেটেল দিয়ে ধর্যে নিয়ে যাবে। সাবি। মগের মুলুক আর কি —ইংরেজের রাজ্যে কেউ না কি ঘর ভেঙ্গে মেয়ে কেড়ে নিয়ে যেতে পারে । রেবতী । মা, চাসার ঘরে সব পারে । মেয়েনোক ধরে মরদদের কায়দা করে, নীল দাদনে এ কত্তি পারে,নজোরে ধল্লি কত্তি পারে না ? মা, জান না, নয়দার রাজিনাম দিতি চাই নি বল্যে ওদের মেজে বউরি ঘর ভেঙ্গে ধর্যে নিয়ে গিয়েলো । সাবি। কি অরাজক । সাধুকে এ কথা বলেছ ? রেবতী । না, মা, সে অ্যাকিই নীলির ঘায় পাগল, তাতে এ কথা শুনে কি আর রক্ষে রাখবে, রাগের মাথায় আপনার মাথায় আপনি কুড়ল মেরে বসবে। সাবি। আচ্ছা, আমি কত্তাকে দিয়ে এ কথা সাধুকে বলবো, তোমার কিছু বলবার আবশ্যক নেই—কি সৰ্ব্বনাশ ! নীলকর সাহেবের সব কত্তে পারে, তবে যে বলে সাহেবের বড় সুবিচার করে, আমার বিন্দু যে সাহেবদের কত ভাল বলে, তা এরা কি সাহেব না, না এর সাহেবদের চণ্ডাল । রেবতী । ময়রাণী বিট আর এক কথা বল্যে গ্যাল, তা বুঝি বড়বাবু শুনিন নি—কি একটা নতুন হুকুম হয়েছে, তাতে না কি কুটেল সাহেবরা মাচেরটক সাহেবের সঙ্গে যোগ দিয়ে যাকে তাকে ৬ মাস ম্যাদ দিতি পারে । ত কৰ্ত্ত মশাইরি ন৷ কি এই ফঁাদে ফ্যালবার পথ কচ্চে । সাবি। ( দীর্ঘ নিশ্বাস ফেলিয়া ) ভগবতীর মনে যদি তাই থাকে, হবে। রেবতী । মা, কত কথা বল্যে গ্যাল, তা কি আমি বুঝতি পারি, না কি এ ম্যাদের পিল হয় না—