পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দীনবন্ধু-গ্রন্থাবলী والأ ওরে আমার সতীত্বের চুবড়ি “—অধৰ্ম্ম হবে—” ওরে আমার ধৰ্ম্মবড়াই । এখন, বলি এখন—কেমন মজাটি হয়েচে, তার সেই সরমকুমারীর সঙ্গে নদেরচাদের সম্বন্ধ হয়েছে। অাগে বলবো না, একটু রঙ্গ করি । এতক্ষণ ঘরে বসে আছি এখন এল না, অন্ত লোকের মাগ বাবু ঘরে এলে ছুতোনতায় ঘরে আসে—কি করে এখানে আনি । মা বোধ , করি নীচেয় আছেন—সাড়া, সুড়ি দিই—( চীৎকার স্বরে ) আমার বই নে গেল কে ? বাহব। আমার বই নে গেল কে ? নেপথ্যে ও হেম ঘরে এইচিস্ ? হেম । ( মুখ খিচুয়ে ) ঘরে না তো কি মাঠে ? নেপথ্যে । কি চাচ্চিস্ হেম ? হেম । ( মুখ খিচুয়ে ) কি চাচ্চিস্ হেম। নেপথ্যে । দাসীরে ওখানে আছে, আমি খেতে বসিচি । হেম । ( মুখ খিচুয়ে ) আমার মাথাটা খাও আমি বাচি । নেপথ্যে । জল দেবে ? হেম । ( মুখ খিচুয়ে ) জল দেবে বই কি । নেপথ্যে । তামাক দেবে ? হেম । ( মুখ খিচুয়ে ) তামাক দেবে বই কি । নেপথ্যে । বউকে ও ঘরে যেতে বলবো ? হেম । ( নাকি স্বরে ) তানান তানান তুম তান দেরে না।—এই যে ঝম্ ঝম কত্তে কত্তে আস্চেন । শারদাসুন্দরীর প্রবেশ । শার । আহা কি মধুর ভাষেই মায়ের সঙ্গে কথা কইলে । হেম । সে ত তোমারি দোষ—তুমি এতক্ষণ কার ঘাস কাটছিলে ? শার। যার খাই ।